For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কীভাবে ব্যাট ধরতে হয় মনে পড়ল',তিন মাস পর নেটে ফিরে আবেগে ভাসলেন ক্রিকেটার!

'কীভাবে ব্যাট ধরতে হয় মনে পড়ল',তিন মাস পর নেটে ফিরে আবেগে ভাসলেন ক্রিকেটার!

  • |
Google Oneindia Bengali News

ক্রিকেট থেকে দূরে থাকা মনে থেকে আর মেনে নিতে পারছিলেন না। করোনার কারণে সেই মার্চ থেকে ক্রিকেট বন্ধ। ঘরে বসে ভাইরাসের প্রকোপ কমার অপেক্ষা করা ছাড়া তিন মাস ধরে কোনও উপায় ছিল না। শেষ পর্যন্ত ভাইরাসের প্রকোপ কমতে ক্রিকেটে ফিরে আবেগপ্রবণ হয়ে পড়লেন স্টিভ স্মিথ।

 কীভাবে ব্যাট ধরতে হয় মনে পড়ল,তিন মাস পর নেটে ফিরে আবেগে ভাসলেন ক্রিকেটার!

খেলনা পেলে ছোট শিশুটা যেমন আনন্দে ভেসে যায়, ক্রিকেট ব্যাট হাতে নেটে ব্যাটিং করতে পেরে সেই একই রকম তৃপ্তি পাওয়ার অনুভূতি শেয়ার করেছেন ক্রিকেটের আধুনিক ডন।

এদিন সোশ্যাল মিডিয়ায় নেটের মাঝে দাঁড়িয়ে ব্যাট হাতে ছবি পোস্ট করে স্মিথ লিখেছেন 'খুশির খবর! তিন মাস পর নেটে ফিরলাম, মনে পড়ল কীভাবে ব্যাট ধরতে হয়।'

 কীভাবে ব্যাট ধরতে হয় মনে পড়ল,তিন মাস পর নেটে ফিরে আবেগে ভাসলেন ক্রিকেটার!

প্রসঙ্গত ১৩ মার্চ থেকে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রয়েছে। শেষবার ১৩ মার্চ অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় ওডিআই ম্যাচ ছিল। ম্যাচটি করোনা ভাইরাসের উদ্বেগে বন্ধ হয়। এরপর থেকে এখনও বাইশ গজে বল গড়ায়নি। ৮ জুলাই ইংল্যান্ডের রোসবোলে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট দিয়ে করোনা পরবর্তী ক্রিকেটে ঢাকে কাঠি পড়তে চলেছে।

English summary
Steve Smith Back at Nets Post COVID-19 Break, said Remembered How to Hold bat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X