For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) টেস্টে '১৯৯' রানে আউট স্টিভ স্মিথ, আর কে রয়েছেন তালিকায় দেখে নিন

  • |
Google Oneindia Bengali News

কিংস্টন (জামাইকা), ১৩ জুন : এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ ঘরের মাঠে টেস্টে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়ার। সাবাইনা পার্কে চলছে দুই দলের মধ্যে লড়াই।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে আর আগের মতো ঝাঁঝ নেই। সত্তর-আশির দশকে যে দল ছিল এই দল তার ছায়ামাত্র। এহেন দল অস্ট্রেলিয়ার সঙ্গে ভিড়লে উত্তেজনা বা আগ্রহ কোনওটাই তৈরি হওয়ার কথা নয়। [ফিরে দেখা শেষ ১০ টি বিশ্বকাপ ফাইনাল]

তবে আপাত ম্যাড়ম্যাড়ে এই ম্যাচেই রেকর্ড লিস্টে ঢুকে গেলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্টিভ স্মিথ। ক্রিকেট বিশ্বের অষ্টম ব্যাটসম্যান হিসাবে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৯ রানে আউট হলেন।

ক্রিকেটের ইতিহাসে এর আগে মাত্র সাতজন ব্যাটসম্যানই এমন অদ্ভুত স্কোরে আউট হয়েছেন। স্টিভ সেই সংখ্যাটাকে আটে নিয়ে গেলেন নিজে আউট হয়ে। এই ইনিংসে ৩৬১ বল খেলে ২১ টি চার ও ২ টি ছক্কা হাঁকিয়ে ১৯৯ রান করেন স্মিথ। নিচের স্লাইডে দেখে নিন, আর কে কে রয়েছেন তালিকায়।

মুদসসর নজর (পাকিস্তান)

মুদসসর নজর (পাকিস্তান)

১৯৮৪ সালে ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে ফৈজলাবাদে ১৯৯ রানে আউট হন মুদসসর নজর। তিনই প্রথম ব্যক্তি যিনি এই অদ্ভুত রানে আউট হন।

মহম্মদ আজহারউদ্দিন (ভারত)

মহম্মদ আজহারউদ্দিন (ভারত)

১৯৮৬ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে কানপুরে আউট হন আজহার।

ম্যাথিউ ইলিয়ট (অস্ট্রেলিয়া)

ম্যাথিউ ইলিয়ট (অস্ট্রেলিয়া)

১৯৯৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৯৯ রানে প্য়াভিলিয়নে ফেরেন ইলিয়ট।

সনথ জয়সূর্য (শ্রীলঙ্কা)

সনথ জয়সূর্য (শ্রীলঙ্কা)

১৯৯৭ সালেই কলম্বোয় ভারতের বিরুদ্ধে ১৯৯ রানের মাথায় আউট হন জয়সূর্য।

স্টিভ ওয়া (অস্ট্রেলিয়া)

স্টিভ ওয়া (অস্ট্রেলিয়া)

১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্রিজটাউনে দ্বিশতরানের একধাপ আগে থামতে হয় স্টিভকে।

ইউনুস খান (পাকিস্তান)

ইউনুস খান (পাকিস্তান)

২০০৬ সালে লাহোরে ভারতের বিপক্ষে সপ্তম ব্যাটসম্যান হিসাবে ১৯৯ রানে আউট হন ইউনুস খান।

ইয়ান বেল (ইংল্যান্ড)

ইয়ান বেল (ইংল্যান্ড)

২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লর্ডসে ১৯৯ রানের গেরোয় আটকান ইয়ান বেল।

স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)

স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)

কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় দিনে ১৯৯ রানে আউট হন স্টিভ স্মিথ।

English summary
Steve Smith joins 199-run club; Here is the full list
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X