For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বল বিকৃতি ইস্যুতে মুখ খুললেন অস্ট্রেলিয়ার সফলতম অধিনায়ক, যা বললেন তিনি

বল বিকৃতি বিতর্কের পর বিবৃতি জারি করলেন স্টিভ ওয়া। 
 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জিতেছেন তিনি, তাঁর হাতেই অস্ট্রেলিয়া বিশ্বসেরা ছিল দীর্ঘদিন। টেস্টে
সাফল্যের হার ৭০ শতাংশ। এহেন সফল অজি অধিনায়ক স্টিভ ওয়া এবার মুখ খুললেন। স্টিভ স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া যেভাবে বল বিকৃতি কান্ডে জড়িয়ে পড়েছেন তাতে বেশ ক্ষুব্ধ স্টিভ ওয়া।

বল বিকৃতি ইস্য়ুতে মুখ খুললেন অস্ট্রেলিয়ার সফলতম অধিনায়ক, যা বললেন তিনি

[আরও পড়ুন: বিশ্বক্রিকেটে অন্যতম তারকা তিনি, সৌরভ তাঁকে দিলেন 'বোকা'র তকমা ][আরও পড়ুন: বিশ্বক্রিকেটে অন্যতম তারকা তিনি, সৌরভ তাঁকে দিলেন 'বোকা'র তকমা ]

নিজে এক বিবৃতি জারি করে স্টিভ বলেছেন, 'আরও পাঁচজনের মতোই গত সপ্তাহের কেপটাউনে কাণ্ডে আমিও বিব্রত। আমি হাজার হাজার বার্তা পেয়েছি এই বিষয়ে, পৃথিবী জুড়ে যারা ক্রিকেট দেখেন বেশির ভাগই তাদের থেকে। তাদের ভাঙা হৃদয়ে তারা বার্তা পাঠিয়েছেন। '

'অস্ট্রেলিয়া ক্রিকেট দল সবসময় বিশ্বাস করে তারা যে কোনও পরিস্থিতিতে ম্যাচ জিততে পারে। কিন্তু সেটা লড়াকু , বুদ্ধিদীপ্ত, স্কিলফুল ক্রিকেট খেলে। ব্যাগি গ্রিনের সম্মান যাতে বাড়ে। '

[আরও পড়ুন:বল বিকৃতির পর কোচ চাইছেন অব্যহতি, সরজমিনে খতিয়ে দেখতে আসরে সাদারল্যান্ড][আরও পড়ুন:বল বিকৃতির পর কোচ চাইছেন অব্যহতি, সরজমিনে খতিয়ে দেখতে আসরে সাদারল্যান্ড]

'আমি জানি না বর্তমান অস্ট্রেলিয়া দল এই মন্ত্রে আর বিশ্বাস করে কিনা। কেউ কেউ এখন আমাদের সংস্কৃতি ভুলে গেছে। কেপটাউন টেস্টে সেরকমই কিছু ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। '

'পুরো বিষয়টিতে একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গী প্রয়োজন। মাথায় রাখা উচিত সমাজের ওপর এর কী প্রভাব পড়ছে পাশাপাশি প্লেয়ারদের মানসিক ভারসাম্যের দিকটাও মাথায় রাখতে হবে। '

বল বিকৃতি ইস্য়ুতে মুখ খুললেন অস্ট্রেলিয়ার সফলতম অধিনায়ক, যা বললেন তিনি

'আমি সমস্ত পজিটিভ কাজকর্ম পছন্দ করি। যাতে খেলার উন্নতি হবে। সকলের বিশ্বাস ও আস্থা ফিরিয়ে আনতে হবে। ক্রিকেটের যত ফ্যান রয়েছে তাদের সকলকে ফিরিয়ে আনতে হবে। '

স্টিভ ওয়া -র সময়েই ২০০৩ সালে নতুন করে ক্রিকেট অস্ট্রেলিয়ার সংবিধানে বদল করা হয়। 'স্পিরিট অফ অস্ট্রেলিয়ান ক্রিকেট' -র শপথ নিতেন সকলেই।

স্টিভ ওয়ার এই বার্তা থেকেই পরিষ্কার বিষয়টি কত বড় আঘাত এই বল বিকৃতির ঘটনায় তিনি পেয়েছেন। সারা পৃথিবী যখন বিষয়টিকে ধিক্কার জানাচ্ছে , তখন প্রথম অস্ট্রেলিয়ান হেভিওয়েট ব্যক্তিত্ব হিসেবে ঘটনার সমালোচনায় সরব স্টিভ ওয়া।

English summary
Steve Waugh releases statement after ball tampering incident
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X