For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হার্দিককে তুলোধোনা গাভাসকরের, অতিরিক্ত কোহলি নির্ভরতা নিয়ে প্রশ্ন

হার্দিক পান্ডিয়াকে তোপ দেগে গাভাসকর বলেছেন, 'হার্দিককে আপনি অল রাউন্জার বলবেন? অন্য যে কেউ তা বলতে পারে, তবে আমি তা মনে করি না।'

  • |
Google Oneindia Bengali News

চতুর্থ টেস্টে ইংল্যান্ডের কাছে ৬০ রানে হেরে গিয়েছে ভারত। যার ফলে পাঁচ টেস্টের সিরিজে ৩-১ ফলাফলে এখনই সিরিজ হার নিশ্চিত হয়ে গিয়েছে। আর বাকী রয়েছে একটি টেস্ট। তবে সেটি জিতলেও সিরিজ হাতছাড়াই হয়ে গিয়েছে। ব্রিটিশদের হয়ে মঈন আলি ম্যাচে ৯ উইকেট নিয়ে দলকে সিরিজ জিতিয়েছেন। ভারতের ব্যাটিং অর্ডার অতিরিক্ত কোহলি নির্ভরতা কাটিয়ে উঠতে না পেরে আত্মসমর্পণ করেছে।

হার্দিককে তুলোধোনা গাভাসকরের

ভারতকে মাত্র ২৪৫ রান তাড়া করতে হতো। তবে মিডল অর্ডারে কোহলি ও রাহানে ছাড়া কেউ সফল হননি। টপ অর্ডারের পাশাপাশি লোয়ার মিডল অর্ডার ন্যূনতম প্রতিরোধও গড়ে তুলতে পারেননি।

শুরুতেই তিন উইকেট হারিয়ে বসে ভারত। তারপরে কোহলি ও রাহানে অর্ধশতরান করে দলের হাল ফেরানোর চেষ্টা করলেও এই দুজনে ফিরে যেতেই ভারতের লোয়ার অর্ডার ধসে পড়ে। যা দেখে ক্ষুব্ধ সুনীল গাভাসকর বলছেন, যখন পাঁচ ব্যাটসম্যানে খেলছে দল তখন প্রতিদিন কোহলি শতরান করে দলকে বাঁচাবে তা হবে না। কোহলিও মানুষ। লোয়ার মিডল অর্ডারের কাছ থেকে ৬০-৭০ রান আশা করাও অনেক হয়ে যাচ্ছে।

হার্দিক পান্ডিয়াকে তোপ দেগে গাভাসকর বলেছেন, 'হার্দিককে আপনি অল রাউন্জার বলবেন? অন্য যে কেউ তা বলতে পারে, তবে আমি তা মনে করি না।' ফলে বোঝাই যাচ্ছে একেবারে রেগে অগ্নিশর্মা হয়ে রয়েছেন গাভাসকর।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৫৪৪ রান করেছেন কোহলি। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানে ২০০ রানের গণ্ডী টপকেছেন। আর কেউ নিজেদের মেলে ধরতে পারেননি। ফলে প্রথম টেস্টের মতোই চতুর্থ টেস্টেও ব্যাটিং ব্যর্থতায় ভারত ম্যাচ হেরে বসেছে।

English summary
Sunil Gavaskar slams Hardik Pandya, hits out at India’s over-reliance on Virat Kohli
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X