For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার মাঝে আলোচনায় ভারত-পাক ক্রিকেট, সোশ্যাল মিডিয়ায় কথার লড়াইয়ে সুনীল-শোয়েব

করোনার মাঝে আলোচনায় ভারত-পাক ক্রিকেট, সোশ্যাল মিডিয়ায় কথার লড়াইয়ে সুনীল-শোয়েব

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাস ও লকডাউনের মধ্যেই আলোচনায় কেন্দ্রে ঢুকে পড়েছে ভারত-পাক ক্রিকেট। ভারত ও পাকিস্তান দুই দেশেই এখন করোনা মোকাবিলায় যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চলছে। দুই দেশেই লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে কোভিড ১৯ ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় ফান্ড সংগ্রহ করতে বাইশ গজে ভারত-পাক ডুয়েলের পক্ষে প্রস্তাব দিয়েছিলেন শোয়েব আখতার। যার পাল্টা দিলেন এবার সুনীল গাভাসকর।

কী বললেন সুনীল

কী বললেন সুনীল

প্রাক্তন পাক ক্রিকেটার রামিজ রাজার ইউটিউব চ্যানেলে অতিথি হিসেবে হাজির হয়ে পাক ক্রিকেটার আখতারের দিবাস্বপ্নের প্রস্তাবকে কটাক্ষ করে জবাব দিয়েছেন। গাভাসকর সেখানে বলেন, 'লাহোরে বরফ পরার সম্ভাবনা ভারত-পাক ম্যাচের থেকে বেশি।'

আরও জুড়েছেন সুনীল

আরও জুড়েছেন সুনীল

গাভাসকর আরও বলেন, আইসিসি'র টুর্নামেন্টে দুই দল যেভাবে খেলে, সেভাবেই দুই দলের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে দেখা হবে। দ্বিপাক্ষিক সিরিজ খেলার কোনও প্রশ্নই ওঠে না।'

সুনীলকে খোঁচালেন শোয়েব

সুনীলকে খোঁচালেন শোয়েব

লাহোরে বরফ পরার সম্ভবনা ভারত-পাক ম্যাচের চেয়ে বেশি, সুনীল গাভাসকরের এই মন্তব্যে পাল্টা টুইটে খোঁচা দিয়েছেন শোয়েব। গত বছর লাহোর হওয়া তুষাতপাতের ছবি পোস্ট করে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস লেখেন,'সানিভাই লাহোরে গত বছরই বরফ পড়েছে। ফলে কোনও কিছুই অসম্ভব নয়।'

শোয়েবকে পাল্টা দিয়ে কপিল যা জানিয়েছিলেন

শোয়েবকে পাল্টা দিয়ে কপিল যা জানিয়েছিলেন

শোয়েবের প্রস্তাবের পাল্টা দিয়ে এর আগে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিলদেব সাফ জানিয়েছিলেন, 'শোয়েবের নিজস্ব মতামত থাকতেই পারে। তবে করোনার বিরুদ্ধে লড়াই করতে ভারতকে ম্যাচ খেলে অর্থের জোগাড় করতে হবে এমন দুর্দশা আসেনি। করোনা আবহে ভারতীয় ক্রিকেটারদের জীবনের ঝুঁকি নিয়ে ম্যাচ খেলার জন্য বাইশ গজে ঠেলে দেওয়া হবে না। পয়সা প্রয়োজন হলে বিসিসিআই দেশের সংকটে অর্থ দেওয়ার মতো ক্ষমতা রাখে।'

English summary
Sunil Gavaskar to shaoib akther, More chances of snowfall in Lahore than bilateral series
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X