For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্ক্যানারের নিচে নারিন, আইপিএলে খেলবেন কিনা লাখ টাকার প্রশ্ন

পিএসএলে সুনীল নারিনের বোলিং অ্যাকশন ঘিরে প্রশ্ন। আরও একবার অসুবিধার সামনে কেকেআর। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

কেকেআরের একটা সমস্যা মিটতে না মিটতেই আরেকটা সমস্যা ধেয়ে আসছে। ফের একবার আইপিএলে সুনীল নারিনের ভবিষ্যত প্রশ্নের মুখে।

স্ক্যানারের নিচে নারিন, আইপিএলে খেলবেন কিনা লাখ টাকার প্রশ্ন

এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেট লিগে খেলছেন সুনীল নারিন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, 'পিএসএলে বুধবারের ম্যাচ চলছিল লাহোর কলন্দরস ও কোয়েট্টা গ্ল্যাডিয়েটরের মধ্যে, সেখানে অসাংবিধানিক বোলিং অ্যাকশন করেছেন নারিন। ' ইতিমধ্যে লাহোরের প্লে অফে যাওয়ার সম্ভবনা নেই। তবে তারা পেশওয়ার জালমির বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে। ম্যাচ অফিসিয়ালরা জানিয়েছেন নারিনের বোলিং অ্যাকশন সংক্রান্ত রিপোর্ট ক্রিকেট ওয়েস্টইন্ডিজের কাছে পাঠানো হবে। সেখানেই তাঁর স্ক্যানারের নিচে থাকা বোলিং অ্যাকশন ফের একবার খতিয়ে দেখা হবে।

এর আগেও একাধিকবার সুনীল নারিনের বোলিং অ্যাকশনের বৈধতা চ্যালেঞ্জের সামনে পড়ছে। আইসিসির নিয়ম অনুযায়ী বল ছোড়ার সময় ১৫ ডিগ্রি পর্যন্ত কনুই বাঁকাতে পারেন বোলার। ভারতে ২০১৪ -র চ্যাম্পিয়ন্স লিগ চলাকালীন প্রথম তাঁর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ হয়। বোলিং অ্যাকশনের ত্রুটি ধরা পড়ায় ২০১৫ বিশ্বকাপে খেলতে পারেননি নারিন। এরপর বোলিং অ্যাকশন বদল করে ২২ গজে ফিরেছেন এই ক্যারিবিয়ান তারকা। এরপর ফের ২০১৬ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন ফের তাঁর অ্যাকশন নিয়ে রিপোর্ট হয়। তবে সে মরশুমের আইপিএলের ঠিক আগে ছাড়পত্র পেয়েছিলেন তিনি।

এতবার তাঁর অ্যাকশন অবৈধ ঘোষণা করা হয় যে আইপিএল অংশগ্রহণও প্রতিবার কালো মেঘে চলে যায়। এবারও ব্যতিক্রম হল না। ঠিক আইপিএলের আগেই বায়োমেকানিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ক্যারিবিয়ান এই মিস্ট্রি স্পিনারকে। এখনও পর্যন্ত ৬টি টেস্ট, ৬৫টি একদিনের আন্তর্জাতিক এবং ৪৮টি আন্তর্জাতিক টি২০ খেলেছেন সুনীল নারিন। তবে নারিন যদি বাদ যান তাহলে আইপিএল শুরুর আগে বড় ধাক্কা খাবে কেকেআর।

English summary
Sunil Narine's bowling action in PSL is once again under scanner.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X