For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন করে তৈরি হোক সংবিধান, 'সুপ্রিম' নির্দেশ দেওয়া হল বোর্ডকে

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ দেওয়া হল বিসিসিআইকে ,নোটিশ দেওয়া হল শীর্ষ কর্তাদের

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপর বেজায় চটেছে সুপ্রিম কোর্ট। বুধবার দিল্লিতে সিওএ-কে নতুন করে ভারতীয় বোর্ডের সংবিধান ড্রাফট করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

শুধু তাই নয় বোর্ডের কার্যনির্বাহী সভাপতি সিকে খান্না, কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরী, সচিব অমিতাভ চৌধুরীকে কোর্টে হাজির থাকারও নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। ১৯ সেপ্টেম্বর কোর্টে হাজিরা দিয়ে তাদের জানাতে হবে কেন তারা লোধা কমিটির প্রস্তাবগুলিকে কার্যকারী ভাবে ব্যবহার করছেন না।

নতুন করে তৈরি হোক সংবিধান, 'সুপ্রিম' নির্দেশ দেওয়া হল বোর্ডকে

কোর্টকে জানানো হয় ২৪ জুলাইতে লোধা কমিটির প্রস্তাব যতটা সম্ভব ব্যবহারযোগ্য করে কার্যকারী করার যে নির্দেশ কোর্ট দিয়েছিল তা আদৌ পালন করা হয়নি। লোধা কমিটির প্রস্তাব গুলি কার্যকর না করে বিসিসিআই অনেকটা আস্তকুঁড়ে পরিণত হয়েছে।

সিওএ-র পক্ষ থেকে আবেদন করা হয়েছে যে সুপ্রিম কোর্ট যেন বিষয়টি দেখেন এবং বিসিসিআইকে পরিশুদ্ধ করার জন্য পদক্ষেপ নেন। সিওএ-র চেয়ারম্যান জানিয়েছেন যেহেতু এই মুহূর্তে কোনও ওয়ার্কিং কমিটি নেই, তাই অফিস বেয়ারার নয় অ্যাডমিনিসট্রেটরদের দায়িত্ব বোর্ড পরিচালনা করা। এতে রাহুল জোহরির দায়িত্ব সবচেয়ে বেশি। কিন্তু বিনোদ রাইয়ের অভিযোগ রাহুল জোহরিকে সঠিকভাবে কাজই করতে দেওয়া হচ্ছে না।

English summary
Supreme Court asks BCCI administrator to make new constitution
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X