For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন ধোনির সমর্থন পেয়েছিলেন? যুবরাজের প্রশ্নের সোজাসাপ্টা উত্তর রায়নার

ধোনি কেন তাঁকে সমর্থন করেছিলেন? যুবরাজের প্রশ্নের উত্তর দিলেন রায়না

  • |
Google Oneindia Bengali News

২০১১ বিশ্বকাপের সেরা ক্রিকেটার যুবরাজ সিং, ওই টুর্নামেন্টের জন্য ঘোষিত দল থেকে নাকি একটু হলেই বাদ পড়তেন। দেশের প্রাক্তন অল রাউন্ডার নিজেই একথা জানিয়েছিলেন। বলেছিলেন, তাঁর পরিবর্তে কোনও বিশেষ ক্রিকেটারকে দলে নিতে চেয়েছিলেন এমএস ধোনি। এবার সেই ইস্যুতেই মুখ খুলেছেন সেই বিশেষ ক্রিকেটার।

ধোনির পছন্দ ছিলেন রায়না

ধোনির পছন্দ ছিলেন রায়না

২৮ বছর পর ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিল ভারত। তাও আবার দেশের মাটিতে। ওই টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছিলেন ভারতের প্রাক্তন অল রাউন্ডার যুবরাজ সিং। যদিও ওই টুর্নামেন্টের জন্য ঘোষিত ভারতীয় দল থেকে একটু হলেই তিনি বাদ পড়তেন বলে জানিয়েছিলেন যুবি। সোজাসাপ্টা ভাষায় বলেছিলেন, তিনি নন, ২০১১ বিশ্বকাপের জন্য সুরেশ রায়নাকে কালোঘোড়া ধরেছিলেন মহেন্দ্র সিং ধোনি। এমএসের কাছ থেকে রায়না এবং ইউসুফ পাঠান যথেষ্ট সাহায্য ও সমর্থন পেয়েছিলেন বলেও দাবি যুবির।

কীভাবে সুযোগ

কীভাবে সুযোগ

যুবরাজ সিং জানিয়েছেন, ২০১১-র বিশ্বকাপ দলে ব্যাটসম্যানের পাশাপাশি একজন বাঁ-হাতি স্পিনারের প্রয়োজন ছিল। ভারতীয় দলে সেই দায়িত্ব তিনি দুর্দান্তভাবে পালন করছিলেন বলে তাঁকে বিশ্বকাপের ১৫ জনের স্কোয়াডে সুযোগ দেওয়া হয়েছিল বলে জানিয়েছিলেন যুবরাজ সিং।

যোগরাজ সিং-এর দাবি

যোগরাজ সিং-এর দাবি

পুত্র যুবরাজ সিং যে সঠিক কথাই বলছেন, তা দাবি করেছিলেন দেশের প্রাক্তন ক্রিকেটার তথা অভিনেতা যোগরাজ সিং। সাফ জানিয়েছিলেন, দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও ২০১১ সালে কোনও অজ্ঞাত কারণে যুবিকে দলে নিতে চাননি এমএস ধোনি। যদিও পরে মাহিকে রণে ভঙ্গ দিতে হয়েছিল বলেও জানিয়েছিলেন যোগরাজ সিং।

রায়নার উত্তর

রায়নার উত্তর

২০১১-এর বিশ্বকাপে তিনি যে এমএস ধোনির সমর্থন পেয়ে ভারতীয় দলে জায়গা পেয়েছিলেন, তা কার্যত স্বীকার করে নিয়েছেন সুরেশ রায়না। সে সঙ্গে তিনি এও জানাতে ভোলেননি যে প্রতিভা ছিল বলেই তাঁর প্রতি আস্থা রেখেছিলেন ধোনি। সেই বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করে তিনি অধিনায়কের আস্থাকে সম্মান করেছিলেন বলেও জানিয়েছেন সুরেশ রায়না।

ধোনি সম্পর্কে রায়না

ধোনি সম্পর্কে রায়না

তাঁর ভিতর থেকে প্রতিভা বের করে আনার জন্য এমএস ধোনির প্রতি তিনি চির কৃতজ্ঞ থাকবেন বলে জানিয়েছেন সুরেশ রায়না। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর ধোনি এ দেশের অন্যতম সেরা অধিনায়ক বলে দাবি করেছেন রায়না। এমএস ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জিততে পেরে তিনি গর্বিত বলেও জানিয়েছেন উত্তরপ্রদেশের এই ব্যাটসম্যান।

English summary
Suresh Raina gives answer to Yuvraj Singh on 2011 World Cup selection remark
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X