For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার কারণে গৃহবন্দি! বাড়িতে মাকে রান্নায় সহযোগিতা সুরেশ রায়নার

করোনার কারণে গৃহবন্দি! বাড়িতে মাকে রান্নায় সহযোগিতা সুরেশ রায়নার

  • |
Google Oneindia Bengali News

করোনা রুখতে দেশজুড়ে ২১ দিনের লকডাউন। ভাইরাস সংক্রমণের করাল গ্রাস থেকে দেশবাসীকে বাঁচাতে এই ২১ দিন ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে গৃহবন্দি ক্রিকেটমহলও। বিরাট থেকে যুবরাজ, ধোনি থেকে রায়না সকলেই গৃহবন্দি রয়েছেন। করোনায় আইপিএল স্থগিত হওয়ার এখন আকস্মিক অবসরে গৃহবন্দি হয়ে ঘরের কাজে হাত পাকাতে ব্যস্ত রয়েছেন ক্রিকেটাররা। সেই তালিকায় এবার নাম লেখালেন সুরেশ রায়না।

মায়ের সঙ্গে রান্নাঘরে সহযোগিতা

মায়ের সঙ্গে রান্নাঘরে সহযোগিতা

মায়ের সঙ্গে রান্নাঘরে রান্নার কাজে সহযোগিতা করার ছবি পোস্ট করেছেন সুরেশ রায়না। সেই সঙ্গে ভাইরাসের মারণ থাবা থেকে বাঁচতে এখন লকডাউন পিরিয়ডে নিজেকে গৃহবন্দি করে রাখার অনুরোধ করেছেন সুরেশ।

করোনা সচেতনাতায় বার্তা রায়নার

করোনা সচেতনাতায় বার্তা রায়নার

উল্লেখ্য এই করোনা আতঙ্কের মাঝেই সুরেশ রায়না দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন। এবার করোনা সচেতনতা নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে রায়না লিখেছেন, 'আমি আমার পরিবারকে খুব ভালোবাসি। আশা করি আপনিও বাসেন। সেই কারণে পরিবারকে সুস্থ রাখতে ঘরে থাকুন। করোনা আটকাতে ঘরে থাকাই এখন সবচেয়ে নিরাপদ।'

করোনা যুদ্ধে রায়নার সহযোগিতা

করোনা যুদ্ধে রায়নার সহযোগিতা

করোনা যুদ্ধে রাজ্য ও কেন্দ্রের ত্রাণ তহবিল মিলিয়ে সুরেশ রায়না ৫২ লক্ষ টাকা দান করেছেন। করোনার চিকিৎসা ও লকডাউনে দুস্থ মানুষদের খাবার যোগানে এই অর্থ রাজ্য ও কেন্দ্রে ব্যয় করা হবে।

গৃহবন্দি হয়ে অন্য ক্রিকেটাররা যা করছেন

গৃহবন্দি হয়ে অন্য ক্রিকেটাররা যা করছেন

গৃহবন্দি হয়ে অন্য ক্রিকেটাররাদের মধ্যে জসপ্রীত বুমরাহ, শ্রেয়স আইয়াররা ঘর মোছার কাজের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। বোনের সঙ্গে ম্যাজিক দেখানোর ভিডিও পোস্ট করেছেন শ্রেয়স। পোষ্যের সঙ্গে ক্রিকেট খেলতেও দেখা গিয়েছে শ্রেয়সকে।

English summary
Suresh raina helps his mother in cooking during lockdown home for CoronaVirus Pandemic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X