For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলাদেশ ওয়ান ডে টুর্নামেন্ট সফরে ভারতের অধিনায়ক সুরেশ রায়না

Google Oneindia Bengali News

বাংলাদেশ ওয়ান ডে টুর্নামেন্ট সফরে ভারতের অধিনায়ক সুরেশ রায়না
মুম্বই, ২৯ মে : জুন মাসে বাংলাদেশে একদিনের ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে ভারত। কিন্তু ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বিশ্রামে থাকবেন। বিশ্রাব নেবেন বিরাট কোহলি,আর আশ্বিন, শিখর ধাওয়ান, রবীন্দ্র জাদেজা এবং রোহিত শর্মা। তাই এই সফরে অধিনায়ক হিসাবে নাম উঠে এসেছে সুরেশ রায়নার।

এশিয়া কাপে বসানো হয়েছিল ভারতের এই বাঁহাতি ব্যটসম্যানকে। কিন্তু বাংলাদেশ সফরে সমস্ত অভিজ্ঞ খেলোয়াড়রা বিশ্রামে যাওয়ার ফলে বাংলাদেশ সফরের পনেরো জনের দলে সবচেয়ে অভিজ্ঞ রায়নাই। ফলে নির্বাচনকরা অধিনায়ক হিসাবে বেছে নিয়েছেন রায়নাকেই। এর আগে ২০১০ সালে জিম্বাবোয়েতে এবং ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজে একদিনের টুর্নামেন্টে ভারতের অধিনায়কত্ব করেছেন রায়না।

৬ বছর বিরতির পর ফের একদিনের টুর্নামেন্ট স্কোয়াডে ঢুকলেন রবিন উত্থাপা। আইপিএল-এর চমকপ্রদ পারফরম্যান্সের জন্যই উত্থাপার ফিরে আসা বলে মনে করছে অভিজ্ঞ মহল। কলকাতার ছেলে মনোজ তিওয়ারি ও ঋদ্ধিমান সাহাও এবার জায়গা করে নিয়েছেন বাংলাদেশ সফরের ১৫ জনের দলে। মনোজ ছাড়াও দলে রয়েছেন, আর বিনয় কুমার, পারভেজ রাসুল।

৩ দিনের ওয়ান ডে ম্যাচ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ঢাকায়। ১৫ই জুন থেকে শুরু হবে এই একদিনের ম্যাচের টুর্নামেন্ট। তিনদিনই মীরপুরের শের বাংলা স্টেডিয়ামে খেলা হবে। খেলা হবে ১৫, ১৭ এবং ১৯ জুন।

ভারতীয় স্কোয়াডে রয়েছেন
সুরেশ রায়না (অধিনায়ক), রবিন উত্থাপা, আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, আমবাতি রাউদু, মনোজ তিওয়ারি, কেদার জাভেদ,ঋদ্ধিমান সাহা, পারভেজ রাসুল, আকসার পটেল, আর বিনয় কুমার, উমেশ যাদব, স্টুয়ার্ট বিন্নি, মোহিত শর্মা, অমিত মিশ্র।

English summary
Suresh Raina named India captain for Bangladesh ODIs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X