For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার কারণে স্থগিত আইপিএল, বাড়িতেই মেয়ের সঙ্গে ক্রিকেট সুরেশ রায়নার

করোনার কারণে স্থগিত আইপিএল, বাড়িতেই মেয়ের সঙ্গে ক্রিকেট সুরেশ রায়নার

  • |
Google Oneindia Bengali News

করোনার কারণে স্থগিত আইপিএল। তবে সেল্ফ কোয়ারেন্টাইনে ক্রিকেট খেলতে মানা নেই। গৃহবন্দি হয়ে 'ইন্ডোর ক্রিকেট লিগ'-খেলতে শুরু করে দিলেন সুরেশ রায়না।

মেয়ের সঙ্গে ক্রিকেটে মজে রায়না

মেয়ের সঙ্গে ক্রিকেটে মজে রায়না

মেয়ের সঙ্গে ইন্ডোর ক্রিকেট খেললেন সুরেশ রায়না। মেয়েকে সঙ্গে নিয়ে ঘরের লনে ব্যাট-বল হাতে ম্যাচ খেলেন রায়না। সেই ভিডিও ইনস্টাগ্রাম স্টেটাসে দিয়েছেন চেন্নাই সুপার কিংস তারকা। মুহূর্তেই রায়নার এই ইন্ডোর ক্রিকেটকে, ফ্যানেরা সমর্থন করেছেন। করোনা থেকে নিরাপদে থাকতে ঘরে থাকার বার্তা দিয়েছেন সুরেশ।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্যে রায়নার

করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্যে রায়নার

প্রসঙ্গত করোনার বিরুদ্ধে লড়াইয়ে রাজ্য ও কেন্দ্রের ত্রাণ তহবিল মিলিয়ে সুরেশ রায়না ৫২ লক্ষ টাকা দান করেছন। করোনা মোকাবিলায় মোদীর আপতকালীন ত্রাণে রায়না ৩১ কোটি দান করেন। বাকি অর্থ রাজ্যের ত্রাণ তহবিলে তিনি দান করেছেন।

ইন্ডোর ক্রিকেট খেলেছেন মহম্মদ কাইফও

এর আগে ছেলের সঙ্গে ইন্ডোর ক্রিকেট খেলে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মহম্মদ কাইফ। ছেলের স্ট্রেট ড্রাইভ মারার ভিডিওটি পোস্ট করে কাইফ লেখেন, 'আজ থেকে লকডাউন ক্রিকেট লিগ খেলা শুরু করলাম।'

ক্রিকেটে মজে হার্দিক-ক্রুণাল

ক্রিকেটে মজে হার্দিক-ক্রুণাল

ঘরে বন্দি অবস্থায় ইন্ডোর ক্রিকেট খেলে ভিডিও পোস্ট করেছেন হার্দিক ও ক্রুণাল পান্ডিয়া।

ক্রিকেটে মজে শিখর ধাওয়ান

ক্রিকেটে মজে শিখর ধাওয়ান

আইপিএল স্থগিত থাকার কারণে ব্যাট হাতে বাইশ গজে ক্রিকেটে নামতে পারছেন না ধাওয়ান। এই পরিস্থিতিতে ক্রিকেট শিক্ষার্থীদের জন্য কোচের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। হাতে ব্যাট তুলে নিয়ে ধাওয়ান জুনিয়র ক্রিকেটাদের বাড়িতেই শ্যাডো প্র্যাকটিস করতে বলেছেন। এতে দীর্ঘ দিনের ছুটিতেও ব্যাট স্পিড ও মাসলস তরতাজা থাকবে বলে গব্বর জানিয়েছেন।

English summary
Suresh raina plays cricket with his girl during lockdown for CoronaVirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X