For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যাটে-বলে নয়, অন্য কিছু করে আইপিএলে নয়া রেকর্ড সুরেশ রায়নার

আগামী দুটি ম্যাচ না খেলে অন্য রেকর্ড করে বসেছেন রায়না। এমন রেকর্ড সম্ভবত আইপিএলে কোনও ক্রিকেটারের নেই।

  • |
Google Oneindia Bengali News

চেন্নাই সুপার কিংসের হয়ে টানা আটবছর খেলার পরে দল নির্বাসিত হলে আইপিএলে নতুন দল বেছে নিতে হয় সুরেশ রায়নাকে। তবে তিনি প্রথম থেকেই চেন্নাইয়ের হয়ে খেলায় তামিলদের একেবারে কাছের মানুষ হয়ে গিয়েছেন। বহু স্মরণীয় ইনিংস তো খেলেইছেন, সঙ্গে আইপিএলে সবচেয়ে বেশি রানের রেকর্ডও রায়নার দখলে রয়েছে।

ব্যাটে-বলে নয়, অন্য কিছু করে আইপিএলে নয়া রেকর্ড সুরেশ রায়নার

মাঝে দুই বছর গুজরাত লায়ন্সের হয়ে খেললেও মন পড়ে ছিল সেই চেন্নাইয়েই। আর তাই গতবছরই ইঙ্গিত দিয়েছিলেন চেন্নাইয়ের হয়ে ফের খেলতে চলেছেন আইপিএল। সেই কথামতো এবার রায়না ফের চেন্নাইয়ের হয়ে খেলছেন।

প্রথম ম্যাচে মুম্বইয়ের সঙ্গে জেতার পরে দ্বিতীয় ম্য়াচে কলকাতার সঙ্গে অঘটন ঘটে গিয়েছে। কাফ মাসলে চোট পেয়ে আগামী দুটি ম্যাচের জন্য মাঠের বাইরে চলে গিয়েছেন রায়না। কেদার যাদবের পরে ফের এই ধাক্কা চেন্নাই কীভাবে সামলায় সেটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

তবে এই মুহূর্তে আগামী দুটি ম্যাচ না খেলে অন্য রেকর্ড করে বসেছেন রায়না। এমন রেকর্ড সম্ভবত আইপিএলে কোনও ক্রিকেটারের নেই। পরিসংখ্যান বলছে ২০০৮ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সময়ে চেন্নাই ও পরে গুজরাতে হয়ে একটানা ১৬১টি ম্যাচ খেলেছেন রায়না। একটিও ম্যাচে তিনি চোট পেয়ে বসেননি বা তাঁকে বসানো হয়নি।

মাঝে দুই বছরের বিরতির পরে এবছরের প্রথম দুটো ম্যাচ খেলে একটানা ১৬৩টি ম্যাচ খেলার রেকর্ড গড়ার ম্যাচে চোট পেয়েছেন রায়না। আগামী দুই ম্যাচ খেলতে পারবেন না। তবে চোট পেয়েও নতুন রেকর্ড গড়েছেন তিনি। আর কোনও ক্রিকেটার এভাবে একটানা আইপিএলে খেলেননি।

প্রসঙ্গত, চেন্নাই ও গুজরাত মিলিয়ে ২০১৭ সাল পর্যন্ত ১৬১টি ম্যাচ খেলে রায়না ৪৫৪০ রান করেছেন। তিনিই আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারী। এবার দেখার চোট সারিয়ে ফেরত এসে কতটা কার্যকর ভূমিকা রায়না নিতে পারেন।

English summary

 Chennai cricketer Suresh Raina sets an unique record in IPL cricket by appearing for 163 consecutive matches
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X