For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পথ দুর্ঘটনায় মৃত সুরেশ রায়না! ভূয়ো ভিডিওয় বিপর্যস্ত পরিবার - টুইটারে বেঁচে উঠলেন ভারতীয় ক্রিকেটার

মারাত্মক সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যুর খবর জানিয়ে, ইউটিউবে প্রকাশিত জাল ভিডিওগুলিকে টুইটারে একহাত নিলেন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না। 

  • |
Google Oneindia Bengali News

মারাত্মক এক গাড়ি দুর্ঘটনা, আর তাতেই প্রাণ হারিয়েছেন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না। ঠিক এই বয়ানেই গত প্রায় এক সপ্তাহ ধরে খবরটা ঘুরছে সোশ্য়াল মিডিয়ায়। উৎস, কয়েকটি ইউটিউব চ্যানেল। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি), নিজের টুইটার হ্যান্ডেলে 'মৃত' রায়না নিজে জানালেন এই 'ভূয়ো খবরে' বিপর্যস্ত তাঁর পরিবার পরিজন।

ভূয়ো ভিডিওকে একহাত নিলেন মৃত সুরেশ রায়না

গত কয়েদিন ধরেই খবরটা রটছিল বাজারে। একের পর এক ভিডিও তৈরি হচ্ছিল ইউটিউবে। অন্যান্য বিভিন্ন ঘটনার ছবি থেকে রায়নার বেশ কিছু সতীর্থদের কান্নাকাটির ছবিও ভিডিওগুলিতে ব্যবহার করা হয়। এরপর আবার এই খবর ভূয়ো না ত্য তাই নিয়েও চর্চা করে ভিডিও বানানো হয়।

স্বাভাবিকভাবেই, ভারতীয় ক্রিকেট সমর্থকদের অনেকেই এই খবরে বিভ্রান্ত হয়েছেন। সংবাদমাধ্যমগুলির দপ্তরে খবরের সত্যতা যাচাইয়ে অনেকে ফোনও করেন।

এদিন রায়না, স্পষ্ট করে জানালেন 'ভগবানের আশীর্বাদে' তিনি বহাল তবিয়তেই আছেন। এই সংক্রান্ত খবরকে তিনি অবজ্ঞা করার পরামর্শ দিয়েছেন। সেই সঙ্গে ওই ইউটিউব চ্যানেলগুলির বিরুদ্ধে তিনি পুলিশে অভিযোগও জানিয়েছেন।

ইংল্যআন্ড সফরের পর জাতীয় দল থেকে বাদ পড়ে যান রায়না। তাঁকে শেষ মাঠে দেখা গিয়েছিল রঞ্জি ট্রফির ম্যাচে গত ডিসেম্বর মাসে। এরপর আবার তিনি মাঠে ফিরবেন আইপিএল ২০১৯-এ চেন্নাই সুপার কিংস-এর জার্সি গায়ে।

English summary
Indian cricketer Suresh Raina took to Twitter to slam fake videos on YouTube that reported his death in a fatal road accident.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X