For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এখনও বিশ্বকাপে চোখ সুরেশ রায়নার! কী ভাবে আসবে সুযোগ - জানালেন পছন্দের চার নম্বরের নামও

ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়না মনে করেন আইপিএল-এ সাফল্য পেলে তাঁর সামনে ফের আতে পারে বিশ্বকাপের সুযোগ। সেইসঙ্গে তিনি তাঁর পছন্দের ভারতের আদর্শ চার নম্বর ব্য়াটসম্য়ানকে বেছে নিয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

দীর্ঘদিন তিনি ভারতীয় দলে নেই। বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক সিরিজের দলও ঘোষণা করা হয়ে গিয়েছে। তাও ভারতের মিডল অর্ডার ব্য়াটসম্যান সুরেশ রায়না বিশ্বকাপের ভারতীয় দলে ঢোকার আশা ছাড়ছেন না। আত্নর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ না পেলেও আসন্ন আইপিএল-এই তিনি নিজেকে প্রমাণ করতে চান। আশা করছেন এই প্রতিযোগিতায় সাফল্যই তাঁকে বিশ্বকাপের টিকিট দেবে।

এখনও বিশ্বকাপে চোখ সুরেশ রায়নার

বিশ্বকাপের ভারতীয় দলে একমাত্র দুর্বলতা মিডল অর্ডার। বিক্ষিপ্তভাবে সাফল্য পেলেও এখনও ভারতীয় ব্যাটিং মিডল অর্ডার কাঙ্খিত নির্ভরতা দিতে পারেনি। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের পাশাপাশি আইপিএল ২০১৯-এও ভারতের বিশ্বকাপের শেষ মুহূর্তের দল বাছাই জারি থাকবে। আর এটাই তাঁর সামনে সুযোগ এনে দিতে পারে বলে মনে করছেন ২০১১ সালের বিশ্বকাপ-জয়ী রায়না।

মিডল অর্ডারের মধ্যেও সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে দলের ৪ নম্বর জায়গাটি। গত কয়েক বছরে বেশ বেশ কয়েকজন ব্যাটসম্য়ানকে খেলানোর পর গত কয়েক সিরিজ ধরে একটানা এই জায়গায় আম্বাতি রায়ডুকে খেলানো হচ্ছে। রায়ডু খারাপ না করলেও খুব ভাল কিছুও করে দেখাতে পারেননি। কোচ রবি শাস্ত্রী বিশ্বকাপে ৪ নম্বরে বিরাট কোহলিকে খেলানোর কথাও বলেছেন।

রায়না বিশ্বকাপের দলে ঢুকতে চাইলেও, এই জায়গায় নিজেকে দেখছেন না। তিনি মনে করছেন বিশ্বকাপে ভারতের ৪ নম্বর ব্য়াটসম্য়ানের জায়গার জন্য আদর্শ নাম তাঁর চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর মতে ৪ নম্বরে ব্য়াটকরা মানে, ততক্ষণে চাপ তৈরি হতে শুরু করেছে। এখানে একজন ঠান্ডা মাথার ব্যাটসম্যান দরকার। কাজেই ক্যাপ্টেন কুল ছাড়া আর কে আদর্শ হতে পারেন।

English summary
Indian batsman Suresh Raina thought a successful IPL outing could help revive his World Cup chance. He also picked his ideal number four batsman for India. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X