For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুরেশ রায়নার জন্মদিন, উপচে পড়ল শুভেচ্ছা, দেখুন কে কী বললেন

মঙ্গলবার (২৭ নভেম্বর) সুরেশ রায়না ৩২-এ পড়লেন। এই স্টাইলিশ বাঁ-হাতি ব্যাটসম্যানের জন্য শুভেচ্ছা এল চতুর্দিক থেকে।
 

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবার (২৭ নভেম্বর) ৩২ বছরে পা দিলেন ভারতের স্টাইলিশ বাঁ-হাতি ব্য়াটসম্যান সুরেশ রায়না। তাঁর জন্মদিনে টুইটার উপচে পড়েছে জন্মদিনের শুভেচ্ছা বার্তায়। ভারতীয় বোর্ড থেকে শুরু করে তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস তাঁকে জন্মদিনের শুভেতচ্থা বার্তা পাঠিয়েছে।

শুভেচ্ছা প্রেরকদের মধ্যে আছেন তাঁর একসময়ের সতীর্থ, কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর, ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেওয়াগরাও। রায়না ভারতের জার্সি গায়ে শেষ খেলেছেন চলতি বছরের জুলাইয়ে, ইংল্যান্ডে একদিনের সিরিজে।

এখনও পর্যন্ত তিনি মোট ২২৬টি ওয়ানডে খেলে তিনি ৫৬১৫ রান করেছেন। ৭৮টি টি২০আই খেলে করেছেন ১৬০৫ রান। এছাড়া ভারতের হয়ে ১৮টি টেস্টও খেলেন তিনি।

একনজরে দেখে নেওয়া যাক রায়নাকে জন্মদিনে কে কী বললেন -

এলপিজির দাম কমল

এলপিজির দাম কমল

ভর্তুকিযুক্ত এলপিজি-র সিলিন্ডার প্রতি দাম কমল ২৩.৫০ টাকা করে। সারাদেশেই এই নিয়ম চালু হল। ১৪.২ কেজির ঘরোয়া ব্যবহারের সিলিন্ডারের ক্ষেত্রে এই দাম কমেছে।

বিসিসিআই

বিসিসিই রায়নাকে 'বান্ডিল অব এনার্জি' বলে উল্লেখ করেছে। রায়না নিঃসন্দেহে ভারতের সর্বকালের সেরা ফিল্ডারদের একজন।

টাইগার ছিল পাক অধিকৃত কাশ্মীরে

টাইগার ছিল পাক অধিকৃত কাশ্মীরে

১৯৯৩ মুম্বই বিস্ফোরণের পর পাক অধিকৃত কাশ্মীরে টাইগার মেমনের সঙ্গে তাঁর কয়েকবার দেখা হয়েছিল বলে দাবি করেছেন কংগ্রেস নেতা উসমান মাজিদ।

সচিন তেন্ডুলকর

কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর তাঁর ক্রিকেট জীবনে রায়নার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে রায়নকে শুভেচ্ছা জানিয়েছেন।

আইএসআইএস হুমকি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের বৈঠক

আইএসআইএস হুমকি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের বৈঠক

আইএসআইএস-এর হুমকি নিয়ে ১২ টি রাজ্যের ডিজি-দের নিয়ে বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

বীরেন্দ্র সেওয়াগ

সেওয়াগ তো সেওয়াগের মতোই। তিনি তাঁর নিজস্ব অননুকরনীয় ভঙ্গীতেই পাঠিয়েছেন শুভেচ্ছাবার্তা।

কালামের নামে বিশ্ববিদ্যালয়

কালামের নামে বিশ্ববিদ্যালয়

উত্তরপ্রদেশ টেকনিক্যাল ইউনিভার্সিটির নাম বদলে বরেণ্য বিজ্ঞানী আব্দুল কালামের নামে করা হবে বলে জানিয়েছে অখিলেশ যাদব সরকার।

চেন্নাই সুপারকিংস

চেন্নাই সুপারকিংস দলের সহঅধিনায়ক রায়না। আইপিএস ফ্র্যাঞ্জাইজিও তাদের আদরের 'চিন্না থালা'-কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে।

কালামকে মুনের শ্রদ্ধা

কালামকে মুনের শ্রদ্ধা

ভারতের সদ্যপ্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম সকলের কাছেই অনুপ্রেরণা, এমনটাই বলে তাঁকে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রসংঘের মহাসচিব বান কি মুন।

হরভজন সিং

ভাজ্জিও চেন্নাই সুপারকিংস দলেরই সদস্য। তিনিও মজা করে রায়নাকে চিন্না থালা সম্বোধনেই শুভেচ্ছা জানান।

উপত্যকায় গোলাগুলি চালাল পাক সেনা

উপত্যকায় গোলাগুলি চালাল পাক সেনা

জম্মু ও কাশ্মীরে ফের একবার গোলাগুলি চালাল পাক সেনা। উপত্যকার আখনুর ও কালাচক সেক্টরে হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে।

ভিভিএস লক্ষ্মণ

সদ্যই প্রকাশিত হয়েছে তাঁর আত্মজীবনী। সেখান থেকে নিত্যনতুন ভারতীয় দলের অন্দরমহলের নানান মজার ঘটনা প্রকাশ পাচ্ছে। নার জন্মদিনের দিন তাঁর সঙ্গে রায়নার ভারতীয় টেস্ট দলের জার্সিতে একটি ছবি প্রকাশ করে শুভেচ্ছাবার্তা পাঠান ভিভিএস।

জাতীয় মহিলা কমিশনের নোটিশ

জাতীয় মহিলা কমিশনের নোটিশ

কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করার জন্য কংগ্রেস নেতা গুরুদাস কামাতকে নোটিশ পাঠাল জাতীয় মহিলা কমিশন।

ইয়াকুব বিতর্কে বরখাস্ত হলেন মহারাষ্ট্রের সপা নেতা

ইয়াকুব বিতর্কে বরখাস্ত হলেন মহারাষ্ট্রের সপা নেতা

ইয়াকুব মেমনের স্ত্রী অসহায়, তাঁকে রাজ্যসভার সদস্য করুক দল, সমাজবাদী পার্টি প্রধান মুলায়ম সিংকে এমনই প্রস্তাব দিয়ে বরখাস্ত হলেন মহারাষ্ট্রের সপা নেতা এমএফ ঘোসি।

বরুণের মত দলের মত নয়

বরুণের মত দলের মত নয়

সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডের সাজার বিরোধিতা করেছিলেন দলীয় নেতা বরুণ গান্ধী। এটি তাঁর ব্যক্তিগত মত, দলের নয়। এমনটাই জানাল বিজেপি নেতৃত্ব।

তথাগতর পদত্যাগ দাবি

তথাগতর পদত্যাগ দাবি

ইয়াকুব মেমন বিতর্কে বিতর্কিত টুইট করেছিলেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। এদিন রাষ্ট্রপতির কাছে তাঁর অপসারণের দাবি জানালেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং।

English summary
On Tuesday (27 Nov) Suresh Raina has turned 32 and wishes poured in for this stylish left-handed batsman from every quarter.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X