For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাসপেন্ড হওয়া এন শ্রীনিবাসন এবার আইসিসি-র চেয়ারম্যান নির্বাচিত হলেন

Google Oneindia Bengali News

সাসপেন্ড হওয়া এন শ্রীনিবাসন এবার আইসিসি-র চেয়ারম্যান নির্বাচিত হলেন
মেলবোর্ন, ২৬ জুন : সাসপেন্ড বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসন এবার আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন। আইসিসি-র পুনর্গঠনের পর শ্রীনিবাসনই প্রথম চেয়ারম্যান নিযুক্ত হলেন।

আইপিএল স্পট ফিক্সিং ও বেটিং কেলেঙ্কারি কাণ্ডে তদন্তের স্বার্থে শীর্ষ আদালতের নির্দেশে বিসিসিআই-এর সভাপতি পদ থেকে সাসপেন্ড কার হয় শ্রীনিবাসনকে। একটি মিডিয়া বিবৃতিতে আইসিসির তরফে জানানো হয়েছে, "নারায়ণস্বামী শ্রীনিবাসনকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যানরূপে চূড়ান্ত করা হয়েছে। আইসিসির স্মারকলিপি এবং বার্ষিক সম্মেলনের সঙ্ঘবিধিসমূহ সংশোধনে বৃহস্পতিবার মেলবোর্নে ৫২ সদস্যের কাউন্সিল অনুমোদন দিয়েছে।"

আরও পড়ুন : বেটিং কাণ্ডে স্বচ্ছ তদন্তের জন্য শ্রীনিবাসনকে সরে দাঁড়ানোর নির্দেশ দিল শীর্ষ আদালত

আরও পড়ুন : শীর্ষ আদালতের প্রস্তাব : শ্রীনির বদলে সুনীল গাভাস্কার, রাজস্থান রয়্যাল-চেন্নাই সুপার কিং বাদ পড়ুক

এই শীর্ষ পদের জন্য বিসিসিআই শ্রীনিবাসনের নাম মনোনীত করেন। আইসিসির বার্ষিক সম্মেলন সপ্তাহ শেষ হলেই এই দায়িত্ব গ্রহণ করবেন শ্রীনি। শ্রীনি জানিয়েছেন, "আইসিসির চেয়ারম্যান হওয়া অত্যন্ত সম্মানের বিষয়। মাঠে এবং মাঠের বাইরে আমাদের ক্রীড়াকে শক্তিশালী করতে এবং সমস্ত ভিত পোক্ত করতে কোনও রকমের খামতি রাখব না। ক্রিকেট জনপ্রিয়তা ফিরে পাক এবং তা ক্রমশ বর্ধনশালী হোক তা আমি নিশ্চিত করতে চাই। এবং আন্তর্জাতিক স্তরে এই বৃদ্ধিতে আইসিসির ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।"

আইসিসির পুনর্গঠনের পর ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল

শ্রীনি আরও জানিয়েছেন, "আমি চাই আরও শক্তিশালী আন্তর্জাতিক ক্রিকেট দল উঠে আসুক। আমাদের লক্ষ্যপূরণে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে। দেশের আঞ্চলিক প্রতিভাও জাতীয় স্তরে তুলে আনতে হবে।"

আইসিসির পুনর্গঠনের পর বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই), ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)-কে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হল। এই 'তিন শক্তি' আইসিসির চালনায় থাকবে।

গত ফেব্রুয়ারিতেই আইসিসির তরফে জানানো হয়েছিল, আইসিসি প্রাথমিক নীতি নির্ধারণকারী কর্তৃপক্ষ রূপেই বিবেচিত হবে। এবছরের জুলাইয়ের গোড়া থেকে বিসিসিআই সভাপতি শ্রীনিবাসনই আইসিসির চেয়ারম্যান হবেন। নয়া কার্যনির্বাহী সমিতির দায়িত্বে থাকবেন সিএ-র ওয়ালি ওডওয়ার্ড। অর্থ ও বাণিজ্য বিষয়ক কমিটির দায়িত্ব থাকবেন ইসিবির জাইলস ক্লার্ক। এই পদের দায়িত্ব ২০১৬ সাল পর্যন্ত মাত্র দুবছরের অন্তর্বর্তীকালীন সময়ের জন্য প্রযোজ্য থাকবে।

English summary
Suspended N Srinivasan chosen as ICC's first ever Chairman
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X