For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এমএস ধোনি আর দেশের হয়ে খেলবেন না বলে মনে করেন ভারতের বিশ্বজয়ী উইকেটরক্ষক

এমএস ধোনি আর দেশের হয়ে খেলবেন না বলে মনে করেন ভারতীয় বিশ্বজয়ী উইকেটরক্ষক

  • |
Google Oneindia Bengali News

মহেন্দ্র সিং ধোনিকে দেশের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ক বলে আখ্যা দিয়েছেন ১৯৮৩-র বিশ্বকাপজয়ী ভারতীয় দলের উইকেটরক্ষক সৈয়দ কিরমানি। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির কামব্যাক নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনি। ঠিক কী বলেছেন ভারতীয় কিংবদন্তি, তা জেনে নেওয়া যাক।

ধোনির অবসর জল্পনা

ধোনির অবসর জল্পনা

করোনা ভাইরাসের জেরে অচলাবস্থা মধ্যে দীর্ঘদিন ধরে এমএস ধোনিকে বাইশ গজে না দেখে যারপরনাই হতাশ হয়ে পড়েছিলেন কিছু ক্রিকেট প্রেমী। ফলে নতুন কিছু করার লক্ষ্যেই #DhoniRetires ট্যাগ তৈরি করে দেশের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়কের অবসরের জল্পনা তুলে দিয়েছিলেন তাঁরা। তাতেই আবেগতাড়িত হয়ে পড়েছিলেন ধোনি-প্রেমী জনতা। কার্যত কান্নাকাটি শুরু করে দিয়েছিলেন তাঁরা। কেউ কেউ তো এখনই ধোনিকে চোখে হারাতে শুরু করেছিলেন।

তীব্র প্রতিবাদ ও পাল্টা

তীব্র প্রতিবাদ ও পাল্টা

ঘটনার তীব্র প্রতিবাদ করেছিলেন মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনি। #DhoniRetires পাল্টা হিসেবে #DhoniNeverTires এবং #DhoniNeverRetired ট্যাগ তৈরি করেছিলেন ধোনি প্রেমীরা। এমএস কবে অবসর নেবেন সেটা তিনিই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ গ্যারি কার্স্টেনও। একই কথা বলেছিলেন ধোনির শৈশবের কোচ কেশব বন্দ্যোপাধ্যায়।

কী বললেন কিরমানি

কী বললেন কিরমানি

দেশের অন্যতম সেরা উইকেটরক্ষক সৈয়দ কিরমানির কথায়, শান্ত-সমাহিত এমএস ধোনির আর কিছু পাওয়া কিংবা দেওয়া বাকি নেই। মাহি তাঁর জীবনের সব স্বপ্ন পূরণ করে লক্ষ্যে পৌঁছতে পেরেছেন বলে মনে করেন কিরমানি। তাই ধোনি আর কতদিন ক্রিকেট খেলবেন, সেটা তাঁর ওপর ছেড়ে দেওয়া উচিত বলেই মনে ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য। তবে ভারতীয় দলের জার্সিতে এমএস-কে আর হয়তো দেখা যাবে না বলেই মত কিরমানির।

সেরা ধোনি

সেরা ধোনি

কপিল দেবের নেতৃত্বে প্রথমবার ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিল ভারত। ২৮ বছর পর ভারতের হাতে ফের কাপ তুলে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। দুই ব্যক্তিত্বের মধ্যে নেতা হিসেবে ধোনিকে বেশি নম্বর দিয়েছেন কিরমানি। তাঁর কথায়, দেশকে সব ধরনের সম্মানই দিয়েছেন এমএস।

করোনার জেরে লকডাউনে সহ-নাগরিকদের বিশেষ বার্তা অ্যাথলিট হিমা দাসেরকরোনার জেরে লকডাউনে সহ-নাগরিকদের বিশেষ বার্তা অ্যাথলিট হিমা দাসের

English summary
Syed Kirmani called MS Dhoni as the the best captain on India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X