For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৈয়দ মুস্তাক আলি ট্রফি: থ্রিলার লড়াইয়ে বিনয়ের ব্যাটে বাংলাকে হারাল পুদুচেরি

সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে বাংলা-পুদুচেরির থ্রিলার লডা়ই। শেষ ওভারে হল ম্যাচের ফয়সলা। ম্যাচে স্নায়ুর চাপ ধরে রেখে দলকে জয় এনে দেন বিনয় কুমার।
 

  • |
Google Oneindia Bengali News

সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে বাংলা-পুদুচেরির থ্রিলার লডা়ই। শেষ ওভারে হল ম্যাচের ফয়সলা। ম্যাচে স্নায়ুর চাপ ধরে রেখে দলকে জয় এনে দেন বিনয় কুমার।

সৈয়দ মুস্তাক আলি ট্রফি: থ্রিলার লড়াইয়ে বিনয়ের ব্যাটে বাংলাকে হারাল পণ্ডীচেরি

১৩৩ রান তাড়া করতে নেমে শেষ পাঁচ বলে পুদুচেরির ৮ রান প্রয়োজন ছিল। এরপরই বিনয়ের ব্যাটে কামাল। দুই বল বাকি থাকতে একটি ছয় ও একটি চার হাঁকিয়ে বান্দ্রা কুরলা কমপ্লেক্সের মাঠে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন বিনয় কুমার। ম্যাচে টান টান উত্তেজনার মুহূর্তে ৬ বলে ১৫ রান হাঁকিয়েছেন বিনয়।

এদিন টস জিতে পুদুচেরি প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেলেও বাংলা দল সুযোগটা অবশ্য কাজে লাগাতে পারেনি।নির্ধারিত ২০ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে বাংলা ১৩২ রান তোলে।

বাংলার হয়ে বিবেক সিং ২৫ বলে ৪৩ রান করেন। দলের সর্বোচ্চ স্কোরার বিবেক। এছাড়া তিন নম্বরে নেমে অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ৩০ বলে ২৮ রান জোড়েন। টপ অর্ডারে এই দুই ব্যাটসম্যানের রান বাদ দিলে দলের মিডল অর্ডার হতশ্রী ব্যাটিং করে। যার ফলে বাংলা দল ১৩২ রানের বেশি তুলতে পারেনি।

জবাবে ২ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জেতে পুদুচেরি। অধিনায়ক দামোদারেন রোহিত ৪৪ বলে ৫৫ রান হাঁকান। তাঁর ব্যাটে শুরু থেকে পুদুচেরি দল বাংলাকে চাপে রাখে। শেষ পর্যন্ত বিনয়ের ৬ বলে ১৫ রানের ব্যাটিংয়ে পণ্ডীচেরি দল ম্যাচ বার করে নেয়। বাংলার হয়ে ইশান পোড়েল ১টি , শায়ন ঘোষ ও সাহবাজ আহমেদ ২টি করে উইকেট পান।

একনজরে পয়েন্ট টেবিল
৬ ম্যাচ খেলে ৪টি তে জিতে ১৬ পয়েন্ট নিয়ে ডি গ্রুপের লড়াইয়ে তিন নম্বরে পুদুচেরি। অন্যদিকে ৬ ম্যাচ শেষে ৩টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট টেবিলের চার নম্বরে বাংলা।

English summary
Syed Mushtaq Ali Trophy: Vinay kumar guides Pondicherry win against bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X