For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের নামি ক্রিকেট লিগে এবার ফিক্সিংয়ের গন্ধ

দেশের নামি ক্রিকেট লিগে এবার ফিক্সিংয়ের গন্ধ। তামিলনাড়ু ক্রিকেট লিগে (টিএনপিএলে) এবার ফিক্সিংয়ের গন্ধ পেয়ে তদন্তে নামল বিসিসিআইয়ের দুনীর্তি দমন ইউনিট।

  • |
Google Oneindia Bengali News

দেশের নামি ক্রিকেট লিগে এবার ফিক্সিংয়ের গন্ধ। তামিলনাড়ু ক্রিকেট লিগে (টিএনপিএলে) এবার ফিক্সিংয়ের গন্ধ পেয়ে তদন্তে নামল বিসিসিআইয়ের দুনীর্তি দমন ইউনিট।

দেশের নামি ক্রিকেট লিগে এবার ফিক্সিংয়ের গন্ধ

তদন্তে লিগের সঙ্গে যুক্ত প্রভাবশালী ভারতীয় এক ক্রিকেটারের নাম উঠে আসছে। সূত্রের খবর, ভারতীয় এক ক্রিকেটার, এক আইপিএল ক্রিকেটার ও রঞ্জি কোচের সঙ্গে বুকিরা হোয়াটস অ্যাপের মাধ্যমে যোগাযোগ রাখেন বলে তথ্য উঠে এসেছে।

বিভিন্ন অচেনা নম্বর থেকে ক্রিকেটারদের কাছে প্রতিদিন মেসেজ পাঠানো হচ্ছে বলেও অভিযোগ। মেসেজে লিগের বর্তমান ক্রিকেটারদের ম্যাচ ফিক্সিংয়ে জালে জড়ানোর জন্য লোভ দেখানো হয়েছে। ইতিমধ্যেই বুকিদের পক্ষ থেকে ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগের এই চেষ্টার তথ্য জানিয়ে বোর্ডের দুনীর্তিদমন শাখায় চিঠি দেওয়া হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে বিসিসিআই।

সূত্রের খবর বুকিদের থেকে পাঠানো হোয়াটস অ্যাপ নম্বর ও চ্যাটগুলি সংগ্রহ করে তাঁদের লোকেশন ট্র্যাক করার কাজ শুরু হয়েছে। সেই সঙ্গে ক্রিকেটারদেরও ফিক্সিং নিয়ে সতর্ক করা হয়েছে।টুর্নামেন্টে কোনও ম্যাচে এখনও পর্যন্ত ফিক্সিং হয়েছে কিনা, সেই নিয়ে তদন্ত করছে বোর্ডের দুনীর্তি দমন শাখা।

English summary
Tamil Nadu Premier League: BCCI get links indication between players, bookies
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X