For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরীক্ষার প্রশ্নপত্রে মহেন্দ্র সিং ধোনি! দেখুন তো আপনি এই উত্তর দিতে পারেন কিনা!

দেশকে দু'বার বিশ্বকাপ দিয়েছেন। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করেন। এরপর ২০১১ সালে ঘরের মাঠে ২৮ বছর পর ভারতকে ওডিআই ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন।

  • |
Google Oneindia Bengali News

দেশকে দু'বার বিশ্বকাপ দিয়েছেন। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করেন। এরপর ২০১১ সালে ঘরের মাঠে ২৮ বছর পর ভারতকে ওডিআই ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন। পরে ২০১৩ সালে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন। দেশের সফলতম অধিনায়ককে নিয়ে এবার তামিলনাড়ুর পিএসসি পরীক্ষায় ধোনিকে নিয়ে প্রশ্ন!

পরীক্ষার প্রশ্নপত্রে মহেন্দ্র সিং ধোনি! দেখুন তো আপনি এই উত্তর দিতে পারেন কিনা!

তামিলনাড়ুর পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রশ্নপত্রে ধোনিকে নিয়ে একটি প্রশ্ন করা হয়। সেই প্রশ্নেই হাত কামড়ালেন পরীক্ষার্থীরা।

মাল্টিপেল চয়েস প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল, ৩০টি ম্যাচ শেষে ধোনির গড় ৭২রান। ৩১তম ম্যাচের পর গড় বেড়ে ৭৩ রান । সেক্ষেত্রে ৩১তম ম্যাচে কত রান করেন মাহি।প্রশ্নে চারটি অপশন রাখা হয়।
১) ১০০ ২) ১০৩, ৩) ৭৪ ৪) ১০৮

সহজ এই প্রশ্নেরই উত্তর দিতে গিয়ে হাত কামড়ালেন অনেকে। একনজরে ধোনিকে নিয়ে এই প্রশ্নের সঠিক উত্তর দেখে নেওয়া যাক।

৩০ ম্যাচে গড় রান ৭২। যার অর্থ ৩০ ম্যাচ মোট রান ৩০ *৭২=২১৬০ রান। ৩১ ম্যাচ শেষে গড় ৭৩ রান। যার অর্থ ৩১*৭৩=২২৬৩ রান। ৩১ তম ম্যাচে সেক্ষেত্রে ধোনি ২২৬৩-২১৬০= ১০৩ রান হাঁকিয়েছিলেন।

English summary
Tamil Nadu's Public Service Commission asks question on former indian captain MS Dhoni
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X