For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তামিম-মশরফির দাপটে বড় জয় টাইগার বাহিনীর

তামিম ইকবালের চওড়া ব্যাটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিন সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নিল বাংলাদেশ। শুধু জয় পাওয়াই নয়, ক্যারিবিয়ানদের বিপক্ষে রীতিমত দাপট দেখিয়ে ম্যাচে জিতল বাংলাদেশ।

Google Oneindia Bengali News

তামিম ইকবালের চওড়া ব্যাটের উপর ভর করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিন সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নিল বাংলাদেশ। শুধু জয় পাওয়াই নয়, ক্যারিবিয়ানদের বিপক্ষে রীতিমত দাপট দেখিয়ে ম্যাচে জিতল বাংলাদেশ। ৪৮ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল তারা।

তামিম-মশরফির দাপটে বড় জয় টাইগার বাহিনীর

এদিন প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে সাকিব আল হাসান এবং তামিম ইকবাল, দু'জনে মিলে গড়েন ২০৭ রানের পার্টনারশিপ।

১২১ বলে ৯৭ রানে সাকিব যখন আউট হন, তখন বাংলাদেশের রান ২০৮-২। অল্পের জন্য সাকিব শতরান হাত ছাড়া করলেও ১৬০ বলে অপরাজিত ১৩০ বলের ইনিংস খেলেন তামিল। ১০টি চার এবং ৩টি ছয় দিয়ে সাজানো ছিল তামিলের ইনিংস।

শেষের দিকে এসে ১১ বলে করা মুসফিকুর রহিমের ৩০ রানের ইনিংসে সৌজন্যে ওয়েস্ট ইন্ডিজের সামনে ২৭৯ রানের লক্ষ্য রাখে টাইগার বাহিনী।

জাবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৩১ রানই তুলতে পারে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের ২৭৯ রানের জবাবে শুরুটা ভাল করলেও গেইল এবং সিমরন আউট হওয়ার পরেই ধস নামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে। ক্যারিবিয়ান বাহিনীর হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন সিমরন হেটমেয়ার। ৪০ রান করেন ক্রিস গেইল। শেষের দিকে দেবেন্দ্র বিশু এবং আলজারি জোসেফ দু'জনেই ২৯ রানের অপরাজিত ইনিংস খেললেও, মিডিল অর্ডারের ব্যর্থতায় রান ম্যাচে নিয়ন্ত্রণ নিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের হয়ে বল হাতে দারুণ পারফর্ম করেন মাশরফি মোরতাজা। ১০ ওভার বল করে একটি মেডেন সহ ৩৭ রান খরচ করে ৪ উইকেট নেন তিনি। এছাড়া দু'টি উইকেট নেন মুস্তাফিজুর রহমান এবং একটি করে উইকেট নেন মেহেদি হাসান এবং রুবেন হোসেন।

English summary
Tamil Iqbal played an outstanding innings against West Indies at Guyana. Tamim scored 130 Runs. For the outstanding performance of tamim Bangladesh beat West Indies in the first ODI of the series. Sakib also played good knock. He score 97. Bangladesh captain Mashrafe Mortaza took four wickets in this match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X