For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা থেকে মুক্তি পেয়ে কী বার্তা দিলেন ক্রিকেটার

প্রাণঘাতী করোনা ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন ক্রিকেটার। পাকিস্তানের প্রাক্তন ওপেনার তৌফিক উমর ভাইরাসের কবলে আক্রান্ত হয়েছিলেন। দুই সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

প্রাণঘাতী করোনা ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন ক্রিকেটার। পাকিস্তানের প্রাক্তন ওপেনার তৌফিক উমর ভাইরাসের কবলে আক্রান্ত হয়েছিলেন। দুই সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি।

ক্রিকেটারের এখন কী অবস্থা

ক্রিকেটারের এখন কী অবস্থা

তৌফিক উমরের সর্বশেষ করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। এখন তিনি অনেকটাই সুস্থ রয়েছেন বলেও জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার। ক্রিকেট ছাড়ার পর এখন পাকিস্তানের জাতীয় জুনিয়র নির্বাচন কমিটির সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন তিনি। ৩৮ বছর বয়সী উমর পাকিস্তানের হয়ে ৪৪ টেস্ট ও ২২ ওয়ানডে খেলেছেন।

কীভাবে সুস্থ

কীভাবে সুস্থ

করোনা রিপোর্ট পসিটিভ আসার পর ঘরেই আইসোলেশনে ছিলেন তৌফিক উমর। শুক্রবার তিনি ভাইরাস থেকে মুক্তির কথা জানিয়েছেন।

বিশ্ববাসীর জন্য কী বার্তা

বিশ্ববাসীর জন্য কী বার্তা

করোনা থেকে সেরে ওঠার পর বিশ্ববাসীর জন্য বার্তা দিয়েছেন তৌফিক উমর। এক বার্তায় তিনি জানান, 'কোভিড-১৯ পরিস্থিতিতে বিশ্বে প্রতি মুহূর্তে উদ্বেগ বাড়ছে। নিজের স্বাস্থ্য এখন নিজের হাতে। বিশ্ববাসীকে নিজের শরীরের খেয়াল রাখার অনুরোধ জানাচ্ছি।কোভিড ১৯কে সবাই সিরিয়াসলি নিন। সামাজিক দূরত্ব আর সতর্কতা ব্যবস্থা নিলে তবেই করোনাকে হারানো সম্ভব। সবার সামাজিক দূরত্ব মেনে চলা খুবই প্রয়োজন।'

ক্রিকেটে করোনা হানার ছবিটা কী

ক্রিকেটে করোনা হানার ছবিটা কী

পাকিস্তানে করোনা আক্রান্ত হয়ে এর আগে দুই জন প্রথম শ্রেণির ক্রিকেটারের মৃত্যু হয়েছে। করাচির রাজু শেখ ও পোশোয়ারের জাফর সরফরাজ এর আগে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারান। ৪৩ ম্যাচে ১১৬ উইকেট নেওয়া লেগস্পিনার রাজু চলতি সপ্তাহে প্রাণ হারান।এপ্রিলে করোনা থাবায় আরেক প্রথম শ্রেণির ক্রিকেটার জাফর সরফরাজের মৃত্যু হয়।

English summary
Taufeeq Umar Urge everyone to take care, after recovering from Covid-19
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X