For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রথম ইনিংসে ১৬৫ বা কম, ভারতের অ্যাওয়ে টেস্ট জয়ের রেকর্ডে অশনি সঙ্কেত

প্রথম ইনিংসে ১৬৫ বা কম, ভারতের অ্যাওয়ে টেস্ট জয়ের রেকর্ডে অশনি সঙ্কেত

  • |
Google Oneindia Bengali News

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৬৫ রানে অল আউট হয়ে গিয়েছে ভারত। প্রথম ইনিংসে এই রান বা তার কম করার অর্থ কিন্তু ভারতের কাছে অশনি সঙ্কেতেরই মতো। এ ব্যাপারে কী বলছেন পরিসংখ্যানবিদরা।

মাত্র ১৬৫

মাত্র ১৬৫

ওয়েলিংটন টেস্টে টসে আগে ব্যাট করতে বাধ্য হয় টিম ইন্ডিয়া। ব্যাটিং বিপর্যয়ের জেরে প্রথম ইনিংসে মাত্র ১৬৫ তুলতে সক্ষম হয় নীল শিবির। মাত্র ২ রান করে আউট হন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। ১১ রান করেন চেতেশ্বর পূজারা। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২১৬ রান তুলেছে নিউজিল্যান্ড।

অশনি সঙ্কেত

অশনি সঙ্কেত

পরিসংখ্যানবিদরা জানাচ্ছেন, প্রথম ইনিংসে ১৬৫ ও তার কম রানে অল আউট হওয়া কোনও অ্যাওয়ে টেস্ট জিততে পারেনি ভারত। ২৯টি টেস্টের মধ্যে মাত্র ৬টি ম্যাচ ড্র করতে সক্ষম হয়েছে কপিল দেবের দেশ। বাকি ম্যাচে হেরেছে ভারত। একই প্রেক্ষাপটে দেশের মাটিতেও ভারতের টেস্ট জয়ের হার খুবই কম বলে জানানো হয়েছে। ঘরোয়া পরিবেশে প্রথম ইনিংসে ১৬৫ ও তার কম রানে অল আউট হয়ে ভারত মাত্র তিনটি টেস্ট জিতেছে বলে জানাচ্ছেন পরিসংখ্যানবিদরা।

সর্বমোট

সর্বমোট

পরিসংখ্য়ানবিদরা জানাচ্ছেন যে হোম ও অ্যাওয়ে মিলিয়ে মোট ৫৯টি টেস্টের প্রথম ইনিংসে ১৬৫ ও তার কম রানে অল আউট হয়েছে ভারত। তার মধ্যে ৪০টি টেস্ট হেরেছে নীল শিবির। ১৬টি টেস্ট ড্র করতে সক্ষম হয়েছে টিম ইন্ডিয়া।

ওয়েলিংটন টেস্ট হারলে?

ওয়েলিংটন টেস্ট হারলে?

যবে থেকে বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলতে নেমেছে ভারত, একটি ম্য়াচও হারেনি তারা। ওয়েলিংটনে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে হারলে সেই জয়ের ধারা থমকে যাবে। এখনও পর্যন্ত ৭ ম্যাচের সবকটি জিতে ৩৬০ পয়েন্ট নিয়ে বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ তালিকার শীর্ষ রয়েছে ভারতীয় ক্রিকেট দল।

ব্যর্থ কিউয়ি ওপেনার

ব্যর্থ কিউয়ি ওপেনার

ভারতের ১৬৫ রানের জবাবে ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে ৫০ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। সেই সঙ্গে ১৯৯৪ সাল থেকে এখন পর্যন্ত টেস্টে টানা ১৮ বার ভারতের বিরুদ্ধে ৫০-র নিচে সাজঘরে ফিরে যাওয়ার পরম্পরা বজায় রাখলেন কিউয়ি ওপেনাররা।

English summary
Team India's away wins record after bundled at 165 or less
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X