For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি-২০ বিশ্বকাপ ২০২০: কোর দল ধাপে ধাপে তৈরি, বললেন বিরাটদের কোচ

টি-২০ বিশ্বকাপ ২০২০: কোর দল ধাপে ধাপে তৈরি, বললেন বিরাটদের কোচ

  • |
Google Oneindia Bengali News

অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ বিশ্বকাপের আসর। টি-২০ বিশ্বকাপকে মাথায় রেখে কুড়ি-বিশের ক্রিকেটযুদ্ধের প্রতিটি ম্যাচেই এখন নিজেদের শক্তি পরীক্ষা করে নিতে চায় ভারত। আর এই শক্তি পরীক্ষার মাধ্যমেই বিশ্বকাপের জন্য ভারতের মূল দল প্রায় তৈরি বললেন বিরাটদের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর।

রাঠোর বলেন, 'আমাদের কোর টিম প্রায় তৈরি। বিশ্বকাপে মাঠে নামার আগের দিন পর্যন্ত কিছু পরিবর্তন অবশ্যই হবে। কিন্তু আমাদের মূল দল তৈরি। কোনও বড় চোট আঘাত না হলে, আমাদের পরিকল্পনা অনুযায়ী মূল দল কিন্তু একই থাকবে।'

টি-২০ বিশ্বকাপ ২০২০: কোর দল ধাপে ধাপে তৈরি, বললেন বিরাটদের কোচ

এখানেই না থেমে ব্লু-ব্রিগেডের জেন এক্স ক্রিকেটারদের পারফর্ম্যান্সের প্রশংসা করেছেন তিনি। এই মুহূর্তে ভারতীয় দলের তরুণ ক্রিকেটাররা দারুণ খেলেছেন। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ থেকে অস্ট্রেলিয়া হয়ে অ্যাওয়ে সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তরুণদের চোখ ধাঁধানো পারফর্ম্যান্স।

চার নম্বরে শ্রেয়স আইয়ার ভরসা দিচ্ছেন। ওপেনিং থেকে মিডল অর্ডার কিংবা ফিনিশারে লোকেশ রাহুল দায়িত্ব নিয়ে ব্যাটিং করছেন। হার্দিকের চোটের কারণে জাতীয় দলে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টায় শিবম দুবে।

কোর দল ধাপে ধাপে তৈরি, বললেন বিরাটদের কোচ

এরপর বোলারদের তালিকায় নভদীপ সাইনি ও দীপক চাহার রয়েছেন। তরুণ দুই পেসারও টি-২০ ক্রিকেটে বল হাতে নজর কাড়তে পেরেছেন। এই মুহূর্তে চোটের কারণে যদিও দীপক দলের বাইরে রয়েছেন।

 কোর দল ধাপে ধাপে তৈরি, বললেন বিরাটদের কোচ

উল্লেখ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই মুহূর্তে পাঁচ ম্যাচে সিরিজে ২-০ এগিয়ে রয়েছে ভারত। অ্যাওয়ে সিরিজে দাপটের সঙ্গে খেলছে মেন ইন ব্লু।

একনজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপের জন্য কী হতে পারে ভারতের ১৬ জনের দল
রোহিত শর্মা (সহঅধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিরাট কোহলি(অধিনায়ক), শ্রেয়স আইয়ার, মনীশ পান্ডে, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার, চাহাল, কুলদীপ

English summary
Team India's batting Coach Vikram Rathour says We have identified the core players for T20 World Cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X