For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিরাট কোহলির ১৮০ ডিগ্রি ল্যান্ডিং, ভাজ্জির সঙ্গে ঠাট্টা

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিরাট কোহলির ১৮০ ডিগ্রি ল্যান্ডিং, ভাজ্জির সঙ্গে ঠাট্টা

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের জেরে দেশে জারি থাকা লকডাউনে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি নিজের ফিটনেস ধরে রাখতে কতটা মরিয়া, তা প্রমাণ হল আরও একবার। বিশ্বের অন্যতম সেরা ফিটনেস আইকনকে এবার দেখা গেল কঠিনতম ওয়ার্ক আউট ১৮০ ডিগ্রি ল্যান্ডিং নিয়ে নাড়াচাড়া করতে। বিষয়টি কী দেখে নিন।

করোনা ভাইরাস

করোনা ভাইরাস

বিশ্বব্যাপী ৫৬ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রায় হারিয়েছেন প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় দেড় লক্ষ ছুঁয়ে ফেলেছে। মৃত্যু হয়েছে চার হাজারেরও বেশি মানুষের। মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, রাজস্থান, গুজরাত, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে করোনা ভাইরাসের প্রভাব পড়েছে সবচেয়ে বেশি।

লকডাউনে ক্রিকেট

লকডাউনে ক্রিকেট

করোনা ভাইরাসের জেরে লকডাউনের জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় আদৌ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ক্রিকেটহীন বিশ্বে কিন্তু ক্রিকেটারদের রেহাই নেই। বাইশ গজ থেকে দূরে থেকেও ঘরে বসে শরীরচর্চা করে চলেছেন বিরাট কোহলিরা।

বিরাটের ১৮০ ডিগ্রি ল্যান্ডিং

লকডাউন চলাকালীন এর আগেও নিজের শরীরচর্চার ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। এবার তিনি নতুন কিছু করার চেষ্টা করলেন। সাধারণত বিদেশি ফুটবলারদের ওপর প্রয়োগ করা বিশ্বের অন্যতম কঠিন ওয়ার্ক আউট, '১৮০ ডিগ্রি ল্যান্ডিং' করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

হরভজনের সঙ্গে ঠাট্টা

লকডাউনে নিজের ওয়ার্ক আউটের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন দেশের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং। তা দেখে বিরাট মশকরা করে বলেন, বিল্ডিং কাঁপছে কিন্তু একটু একটু করে।

English summary
Team India's captain Virat Kohli's training video goes viral in social media
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X