For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'চাপ অনুভূত হয়, ভয় করে', এমএস ধোনির স্বীকারোক্তি, মেনে নিলেন বিরাট কোহলিও

'চাপ অনুভূত হয়, ভয় করে', এমএস ধোনির বক্তব্য মেনে নিলেন বিরাট কোহলি

  • |
Google Oneindia Bengali News

ক্যাপ্টেন কুল তথা দেশের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিরও নাকি ক্রিকেট মাঠে নেমে ভয় করে। তিনি নাকি চাপ অনুভব করেন। তেমন হওয়াটা স্বাভাবিক বলে মনে করেন টিম ইন্ডিয়ার বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। মাঠে এবং মাঠের বাইরে ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্য সঠিক থাকা প্রয়োজন বলে মনে করেন ভিকে।

মালাবদল

মালাবদল

এদিনে কনীনিকার বিয়েতে উপস্থিত ছিলেন টলিউড ফ্যাশন দুনিয়ার বিশিষ্ট ব্যক্তিরা। একেবারে বাঙালি মতে সমস্ত রীতি নীতি মেনেই হয়েছে কনীনিকার বিয়ে।[ফিরে দেখা ২০১৬ : এবছর যে ক্রিকেট তারাকারা বিয়ে করেছেন]

ধোনির বক্তব্য

ধোনির বক্তব্য

ভারতের মতো দেশের মানসিক স্বাস্থ্য বড় বিষয় বলে জানিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু অধিকাংশ সময় এই দিকটাই অবহেলিত হয় বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন এমএস। দেশের সর্বকালের সেরা অধিনায়ক স্বীকার করেছিলেন যে তিনি যখন ব্যাট করতে নামেন, প্রথম পাঁচ কিংবা দশ বল খেলতে তাঁরও চাপ অনুভূত হয়। অন্যান্যদের মতো তাঁরও ভয় করে বলেও স্বীকার করেছিলেন ধোনি।

সুরজিতের সঙ্গে আলাপ

সুরজিতের সঙ্গে আলাপ

ষড়রিপু ছবির শুটিং করতে গিয়েই সুরজিতের কাছাকাছি আসেন কনীনিকা। সেখানেই বিয়ের প্রস্তাব কনীনিকাকে দেন সুরজিৎ। সুরজিৎ পারিবারিকভাবে সোনা ব্যবসায়ী, তবে ছবি প্রযোজনাও করেন। সুরজিৎ ডিভোর্সি। তাঁর একটি ছেলেও আছে দ্রোণ।[(ছবি) যুবরাজ সিংয়ের বিয়ের ককটেল পার্টিতে গ্ল্যামার বাড়াল কোহলি-সহ ভারতীয় দল]

কোচ ও ক্রিকেটারের সম্পর্ক

কোচ ও ক্রিকেটারের সম্পর্ক

মহেন্দ্র সিং ধোনি বলেছিলেন, ক্রিকেটার ও কোচের মধ্যে সম্পর্ক মসৃণ হওয়া প্রয়োজন। মাহির কথায়, অনেক সময় ক্রিকেটাররা মানসিক সমস্যায় জর্জরিত হলেও, তা কোচকে জানাতে দ্বিধা বোধ করেন। তাতে সমস্যা আরও বাড়ে বলে মনে করেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। মানসিক চাপের প্রভাব ক্রিকেটারদের পারফরম্যান্সেও পড়ে বলে মনে করেন মহেন্দ্র সিং ধোনি।

আগের সম্পর্ক

আগের সম্পর্ক

মলয় প্রধানের সঙ্গে সাত বছরের সম্পর্ক ছিল কনীনিকার। কনীনিকা একবার একটি সংবাদপত্রকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছিলেন, "মলয়ের সঙ্গে সাত বছরের সম্পর্ক ছিল আমার। ওর জন্য আমার কেরিয়ার জলাঞ্জলি দিয়েছিলাম। ব্রেক হয়ে যাওয়ার পর শুধু ভাবতাম কেন ও আমার জীবন থেকে চলে গেল। চার বছর একা ছিলাম। ভেবেছিলাম আর বিয়ে করব না। এখন মনে হয় ওই সম্পর্কটা ভেঙে গিয়ে ভালই হয়েছে।"[ফেব্রুয়ারিতে বিয়ে করতে চলেছেন সুনীল ছেত্রী, পাত্রী জনপ্রিয় এই প্রাক্তন ফুটবলারের মেয়ে]

মেন্টাল কন্ডিশনিং কোচ

মেন্টাল কন্ডিশনিং কোচ

এমএস ধোনির কথায়, যে কোনও ক্রিকেট দলে মেন্টাল কন্ডিশনিং কোচের প্রয়োজনীয়তা বিরাট। তিনি বিশ্বাস করেন, এই ব্যক্তির প্রয়োজন নিয়মিত। ১৫ দিন অন্তর মেন্টাল কন্ডিশনিং কোচ এলে কোনও লাভ হয় না বলে মনে করেন এমএস।

হানিমুন

হানিমুন

প্রি ম্যারেজ হানিমুনে দ্রোণকে নিয়ে প্য়ারিস, রোম, মাদ্রিদ, বার্সিলোনা ঘুরে এসেছেন কনীনিকা। কিন্তু বিয়ের পর হানিমুনে কোথায় যাচ্ছেন কনী? তা অবশ্য এখনও গোপন। তবে এবার আর দ্রোণ সঙ্গী হচ্ছে না।[(ছবি) বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন লিসা হেডেন]

কী বললেন বিরাট

কী বললেন বিরাট

প্রাক্তনী মহেন্দ্র সিং ধোনির সঙ্গে একমত হয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিও। তাঁর কথায়, মানসিক স্বাস্থ্য শুধু ক্রীড়া নয়, জীবনের ক্ষেত্রেও ভীষণই গুরুত্বপূর্ণ।

কেন শেষ থেকেই শুরু করতে চান বিরাট কোহলি? লকডাউনে কোন বার্তা ভারত অধিনায়কেরকেন শেষ থেকেই শুরু করতে চান বিরাট কোহলি? লকডাউনে কোন বার্তা ভারত অধিনায়কের

English summary
Team India's captain Virat Kohli speaks about the mental health for life
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X