For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা মোকাবিলায় বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ ও অতিসক্রিয় হওয়ার বার্তা রোহিত শর্মার

করোনা মোকাবিলায় বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ ও অতিসক্রিয় হওয়ার বার্তা রোহিত শর্মার

  • |
Google Oneindia Bengali News

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের ভয়াবহ প্রভাব বেড়েই চলেছে। মারণ ভাইরাসের আতঙ্কে প্রভাবিত বিশ্বের ক্রীড়া জগত। এমন অবস্থায় বিশ্ববাসীকে তাঁর মূল্যবান বার্তা ও পরামর্শ দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক রোহিত শর্মা। ঠিক কী বললেন হিটম্যান।

করোনার জের

করোনার জের

নোবেল করোনা ভাইরাসের প্রভাবে বিশ্বব্যাপী সাড়ে ৬ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭০ হাজারের বেশি মানুষ। মারণ ভাইরাসের সূচনাস্থল প্রতিবেশী চিনে এখনও পর্যন্ত ৩২১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। করোনার প্রভাব থেকে বাদ যায়নি ভারতও। এদেশে এখনও পর্যন্ত দুই জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আক্রান্ত হয়েছেন ১১৭ জন।

ক্রীড়াক্ষেত্রে করোনা

ক্রীড়াক্ষেত্রে করোনা

নোবেল করোনার ভয়াবহ প্রভাবে ভারতে স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। ২৯ মার্চের পরিবর্তে ওই টুর্নামেন্ট ১৫ এপ্রিল থেকে শুরু হবে বলে বিসিসিআই-র তরফে জানানো হয়েছে। মারণ ভাইরাসের আতঙ্কে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজও বন্ধ করে দেওয়া হয়েছে। স্থগিত করা হয়েছে দেশের অন্যান্য ক্রীড়া ইভেন্টও।

রোহিতের বার্তা

করোনার জেরে আতঙ্কিত বিশ্ববাসীকে নিজের মূল্যবান বার্তা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক রোহিত শর্মা। টুইটার অ্যাকাউন্টে নিজের একটি ভিডিও পোস্ট করেছেন হিটম্যান। যেখানে তিনি এই দুঃসময়ে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ থাকার আবেদন জানিয়েছেন। মারণ ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে মানুষকে অতিসক্রিয় হয়ে চতুর্দিকে নজর রাখার বার্তা দিয়েছেন টিম ইন্ডিয়ার তারকা। করোনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আক্রান্তদের দ্রুত সুস্থতাও কামনা করেছেন রোহিত।

হিটম্যানের কামব্যাক

হিটম্যানের কামব্যাক

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টি-টোয়েন্টি খেলার সময় চোট পেয়ে জাতীয় দল থেকে ছিটকে যান রোহিত শর্মা। দেশের মাটিতে আইপিএলে তিনি কামব্যাক করবেন বলে ভেবেছিলেন দেশের ক্রিকেট প্রেমীরা। কিন্তু করোনার জেরে টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ায় হতাশ হতে হয়ছে রোহিত-ভক্তদের।

English summary
Team India's vice captain Rohit leaves message amid coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X