For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাল্টাতে পারে আইপিএলের নিয়ম! ম্যাচ বাঁচাতে ত্রাতার ভূমিকায় নামতে পারবেন ডাগআউটের ক্রিকেটার

আসন্ন আইপিএলে কোনও দলের টিম লিস্টে এগারো জনের পরিবর্তে পনেরো জন দেখালে চমকাবেন না! নতুন মরসুমে পাল্টে যেতে পারে আইপিএলের ফর্ম্যাট।

  • |
Google Oneindia Bengali News

আসন্ন আইপিএলে কোনও দলের টিম লিস্টে এগারো জনের পরিবর্তে পনেরো জন দেখালে চমকাবেন না! নতুন মরসুমে পাল্টে যেতে পারে আইপিএলের ফর্ম্যাট।

 আইপিএল ২০২০ তে থাকতে পারে নতুন চমক

আইপিএল ২০২০ তে থাকতে পারে নতুন চমক

আইপিএল ও টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তার কথা মাথায় রেখে ২০২০-এর আইপিএলকে নতুন করে সাজানো হতে পারে। এক সংবাদসংস্থার রিপোর্টে জানানো হয়েছে, বোর্ড সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার টুর্নামেন্টের নতুন পরিকল্পনা নিয়ে বৈঠক হতে পারে। বোর্ডের মুম্বইয়ের হেড কোয়ার্টারেসেই বৈঠকে আইপিএল গর্ভনিং কাউন্সিলের সবুজ সংকেত পেলে আইপিএল ২০২০ তে থাকতে পারে নতুন চমক।

 কী চমক

কী চমক

ডাগআউটে থাকা ক্রিকেটারও এবার দলের বিপদের সময় ব্যাটিং বা বোলিং করতে পারবেন। প্রতিটি দল এবার প্রয়োজনে উইকেটের পতনের পর বা ওভারের শেষে ক্রিকেটার পরিবর্তন করতে পারবে। এই পরিবর্তন ম্যাচের যেকোনও সময় করা যাবে।

কীভাবে প্রযোজ্য হবে এই নিয়ম

কীভাবে প্রযোজ্য হবে এই নিয়ম

অর্থাৎ ধরে নেওয়া যাক, কোনও ম্যাচে শেষ ওভারে নাইটদের ২০ রান প্রয়োজন। এমন পরিস্থিতিতে আন্দ্রে রাসেল দলের প্রথম এগারোতে না থাকলেও শেষ মুহূর্তে পরিবর্ত ক্রিকেটার হিসেবে মাঠে নামতে পারবেন। বোলারদের ক্ষেত্রেও একই নিয়ম। শেষ ওভারে ৬ রান বাঁচাতে দলের প্রথম এগারোতে না থাকলেও প্রয়োজনে ডাগআউট থেকে ডেকে নিয়ে বুমরাহকে ঐ এক ওভারের জন্য খেলাতে পারবেন রোহিত শর্মা। আইপিএলের প্রতিটি ডুয়েল আরও আকর্ষণীয় করে তুলতেই এই নতুন নিয়ম নিয়ে ভাবনা-চিন্তা চলছে।

আইপিএলে আগে কোন টুর্নামেন্টে এমনটা দেখা যেতে পারে

আইপিএলে আগে কোন টুর্নামেন্টে এমনটা দেখা যেতে পারে

আইপিএলের আগে পরিবর্ত ক্রিকেটারের পুরো বিষয়টাই মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে ঝালিয়ে নিতে পারে বোর্ড।

English summary
teams will be allowed to substitute a player from dug-out
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X