For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অভিজ্ঞতাই ঘুরিয়ে দিতে পারে ম্যাচের রং, ২০১৯ বিশ্বকাপে ১০ টিমের সবথেকে বয়স্ক খেলোয়াড়

বিশ্বকাপ ক্রিকেটের মহারণ শুরু হয়ে গিয়েছে। ক্রিকেটের এই ধুন্ধুমার লড়াইয়ের মধ্যে একবার নজর দেওয়া যাক প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলির অন্দরমহলে।

Google Oneindia Bengali News

বিশ্বকাপ ক্রিকেটের মহারণ শুরু হয়ে গিয়েছে। ক্রিকেটের এই ধুন্ধুমার লড়াইয়ের মধ্যে একবার নজর দেওয়া যাক প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলির অন্দরমহলে। সমস্ত দলেই এবার চোখ বয়স্ক ক্রিকেটারদের দিকে। যারা যে কোনও মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারে। অভিজ্ঞতাকে পাথেয় করে তাঁরা এবার করতে পারেন বাজিমাত। তাঁরা কারা, দেখে নিন একনজরে।

লিয়াম প্লাঙ্কেট

লিয়াম প্লাঙ্কেট

৩৪ বছর বয়সী এই ফাস্ট বোলার এবার ইংল্যান্ডের তুরুপের তাস। মিডল ওভারে তাঁকেই বিশ্বের সেরা বোলার মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তার চিত্তাকর্ষক ধীর কাটার বহু ব্যাটসম্যানের রাতের ঘুম কেড়ে নেওয়ার পক্ষে যথেষ্ট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে প্লাঙ্কেট তাঁর প্রতিভার বিচ্ছুরণ রেখেছেন। ৯ ওভারে তুলে নিয়েছেন চার উইকেট। ইংল্যান্ডের সাফল্যে তিনি যে বিরাট ভূমিকা পালন করতে পারেন।

মহম্মদ নবি

মহম্মদ নবি

আফগানিস্তানের অবিশ্বাস্য সাফল্যের পিছনে মহম্মদ নবীর ভূমিকা অবিস্মরণীয়। আফগানিস্তানের এই অলরাউন্ডার টি-টোয়েন্টি বিশ্বকাপে সফল ক্রিকেটারদের মধ্যে একজন।
৩৪ বছর বয়সী এই ক্রিকেটার ১১২টি আন্তর্জাতিক একদিনের ম্যাচ খেলেছেন। এবার তাঁর উপর অনেকটাই নির্ভত করছে আফগানিস্তানের সাফল্য। পাকিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নবি তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন এবং ব্যাট হাতেও ৩৪ রান করেন। তার অলরাউন্ড পারফরম্যন্সে আফগানিস্তান একটি স্মরণীয় জয় পায়।

রস টেলর

রস টেলর

নিউজিল্যান্ডের সেরা ব্যাটসম্যানদের মধ্যে তাঁর নাম প্রথমের দিকেই আসবে। সেই রস টেলর ওডিআইতে ২০টি সেঞ্চুরি করেছেন। নিউজিল্যান্ডের হয়ে তিনিই সবথেকে বেশি সেঞ্চুরির মালিক। ২০১৫ বিশ্বকাপের পর থেকে রস টেলরের ব্যাটিং দক্ষতার শীর্ষ পৌঁছেছে। গত চার বছরে তিনি ৫৬ ইনিংসে ৮টি সেঞ্চুরি, ১৭টি হাফ সেঞ্চুরি-সহ মোট ২৮২২ রান করেছেন। গত চার বছরে তাঁর অবিশ্বাস্য গড় ৬৮.৮৬। তিনি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি পিছনেই রয়েছেন। তিনি এখন ৩৫। নিউজিল্যান্ডের সবথেকে বয়স্ক ক্রিকেটার।

মাশরফি মুর্তাজা

মাশরফি মুর্তাজা

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি মুর্তাজা এবারই শেষ বিশ্বকাপ খেলবেন। সম্প্রতি তিনি রাজনীতিতে প্রবেশ করেছেন। ফলে এটাই তাঁর শেষ বিশ্বকাপ হতে চলেছে। এবার বিশ্বকাপেও বাংলাদেশকে 'ডার্ক হর্স' ভাবা হচ্ছে। বিগত কয়েক বছরেই মুর্তাজার নেতৃত্বে বেশ কিছু উল্লেখযোগ্য জয় পেয়েছে। মুর্তাজা বাংলাদেশের হয়ে দুই শতাধিক ম্যাচ খেলেছেন। ৩৫ বছর বয়সী মাশরফির অলরাউন্ড পারফরম্যান্সের দিকে এবারও তাকিয়ে বাংলাদেশ।

শন মার্শ

শন মার্শ

গত দশকের সবচেয়ে প্রতিভাবান অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের মধ্যে একজন হলেন শন মার্শ। তাঁর কেরিয়ারেও চোট-আঘাত লেগেছিল। ফলে তাঁর ফর্ম বারবার পড়েছে। আবার তিনি ফিরে এসেছেন। মার্শ অস্ট্রেলিয়ার জন্য অনেক ভালো ম্যাচ উপহার দিয়েছেন। কিন্তু তাঁর প্রতিভা বিচার পায়নি। এবার স্টিভ স্মিথ আর ডেভিড ওয়ার্নারের নির্বাসন মার্শের ওয়ানডে কেরিয়ারকে নতুন জীবন দিয়েছে। বর্তমানে মার্শের বয়স ৩৫। এটাই তাঁর প্রথম বিশ্বকাপ, এটাই শেষ হতে পারে। কিন্তু এই বিশ্বকাপেই তিনি দারুন কিছু করে বিশ্বকাপ ইতিহাসে তাঁর নাম খোদাই করে দিতে পারেন।

জীবন মেন্ডিস

জীবন মেন্ডিস

শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে জীবন মেন্ডিসের আশ্চর্য অন্তর্ভুক্তি ঘটেছে। শ্রীলঙ্কার আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে মেন্ডিস জাতীয় দলের বিশ্বকাপ স্কোয়াডে ফিরে এসেছেন। ৩৬ বছর বয়সী জীবন মেন্ডিস শ্রীলঙ্কার সবথেকে প্রবীণতম খেলোয়াড়। তিনি ৫৫টি ওয়ানডে ও ২২টি টি-২০টি ম্যাচ খেলেছেন দেশের হয়ে। ২০১৫ সালের বিশ্বকাপ স্কোয়াডেও তিনি ছিলেন দুর্ভাগ্যজনকভাবে হ্যামস্ট্রিংয়ের আঘাত পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান।

মহেন্দ্র সিং ধোনি

মহেন্দ্র সিং ধোনি

ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবার চতুর্থ বিশ্বকাপ খেলতে চলেছন। বর্তমানে তাঁর বয়স ৩৭। সম্ভবত এটাই তাঁর শেষ বিশ্বকাপ। তার আগে তিনি জ্বলে ওঠার চেষ্টা করবেনই। এখন তিনি আগের মতোই ফিনিশান। ভারতীয় টিমে তিনি এবারও সেই ভূমিকা যথাযথ পালন করে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পার্ন কি না টিম কোহলিকে, তা-ই দেখার। একইসঙ্গে তাঁর উইকেট কিপিং এখন বিশ্বক্রিকেটে অনব্য পর্যায়ে পৌঁছেছে। তিনি স্ট্যাম্পিং ও রান আউটের ক্ষেত্রে অনন্য কৃতিত্ব দেখিয়ে এসেছেন। এছাড়া, প্রতিকূল পরিস্থিতিতে বোলারদেরও পরামর্শ দিয়ে তিনি ম্যাচের রং বদলে দিতে সিদ্ধহস্ত। এবার আইপিএলে ফর্মের চূড়ায় ছিলেন। তাই ধোনির অসাধারণ ক্রিকেট বুদ্ধি এবং বিশাল অভিজ্ঞতা বিশ্বকাপে ভারতের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মহম্মদ হাফিজ

মহম্মদ হাফিজ

পাকিস্তানের অলরাউন্ডার মহম্মদ হাফিজ বর্তমানে তার ক্রিকেট কেরিয়ারের শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছেন। গত বছর তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। ৩৮ বছর বয়সী ক্রিকেটারের শেষ বিশ্বকাপ ও চূড়ান্ত টুর্নামেন্ট হতে পারে ২০১৯-এর বিশ্বকাপই। তাঁর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ থাকায়, দীর্ঘদিন তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন। এবার শেষ টুর্নামেন্টে তিনি তাঁর প্রতিভার প্রতি সুবিচার করে যাবেন বলেই আশাবাদী ক্রিকেট মহল।

ক্রিস গেইল

ক্রিস গেইল

ক্রিস গেইল এ বছরই তার চূড়ান্ত বিশ্বকাপে খেলবেন। ৩৯ বছর বয়সী গেইল ওয়েস্ট ইন্ডিজ দলের সবথেকে সিনিয়র খেলোয়াড়। এই বয়সেও গেইল এখনও এই বিশ্বকাপের সবথেকে বিপজ্জনক ব্যাটসম্যানদের মধ্যে একজন। তাঁর ব্যাটিং তাণ্ডব বিপক্ষের অজানা নয়। এখনও যেকোনও ম্যাচ একার কাঁধে বের করে দিতে পারেন তিনি। তাঁকে বিশ্বকাপের ব্যাটসম্যানদের মধ্যে সবথেকে বিপজ্জনক বলে মনে করছেন ক্রিকেট-পণ্ডিতরা।

ইমরান তাহির

ইমরান তাহির

বয়স যে ফ্যাক্টর নয় তাঁর কাছে, তা সদস্যসমাপ্ত আইপিএলে বুঝিয়ে দিয়েছেন ইমরান তাহির। তিনি এবার সবথেকে সফল বোলার আইপিএলের। এবার তিনি দেশের হয়ে বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নামছেন। বিশ্বকাপের সবথেকে বেশি বয়সি ক্রিকেটার তিনি। লেগ স্পিন, ফ্লিপার আর গুগলিতে তাঁর ডেলিভারি সামলানো এখন খুব কঠিন। এই বছরের বিশ্বকাপে সবথেকে বিপজ্জনক বোলার মনে করা হচ্ছে তাঁকে। ৪০ বছর বয়সী তাহির এই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে কিছু করে দেখাতে বদ্ধপরিকর।

English summary
Ten cricketers of 10 teams in World Cup 2019 are key player of countries. They can turn the match doing great performance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X