For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলের লোভনীয় টিভি রাইটসের লড়াই শুরু, পাঁচ বছরের জন্য শুরু লক্ষ -কোটির লড়াই

২০১৮ সাল থেকে আগামী পাঁচ বছরের জন্য আইপিএলের টিভি সত্ত্বের জন্য টেন্ডার গ্রহণ শুরু

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

২০১৮ থেকে আইপিএল টুর্নামেন্ট কোন চ্যানেল সম্প্রচার করবে তার জন্য টেন্ডার ডাকল বিসিসিআই। বোর্ডের পক্ষ শুক্রবার সকাল থেকে নতুন সম্প্রচারকারী সংস্থাদের জন্য আবেদনের জন্য টেন্ডার পাওয়া যাচ্ছে। ৬.৮ লক্ষ টাকা দিয়ে দরপত্র তুলতে হবে ইচ্ছুক সম্প্রচারকারী সংস্থাকে।

আইপিএলের লোভনীয় টিভি রাইটসের লড়াই শুরু, পাঁচ বছরের জন্য শুরু লক্ষ -কোটির লড়াই

এর আগে ২০১৬ সালে একবার সম্প্রচারকারী সংস্থাদের কাছে টেন্ডার চাওয়া হয়েছিল। কিন্তু সেসময় তা বাতিল হয়ে যায়। কারণ সেবার ১০ বছরের জন্য সম্প্রচারসত্ত্বের দরপত্র চাওয়া হয়েছিল। এবার ফের পাঁচ বছরের জন্য দরপত্র চাওয়া হয়েছে। দুটি ভাগে দরপত্র চাওয়া হয়েছ। একটি ভাগে ভারতীয় উপমহাদেশে সম্প্রচারের জন্য দরপত্র চাওয়া হয়েছে, অন্যভাগে তার বাইরে বাকি পৃথিবীর ডিজিটাল রাইটসের জন্যও দরপত্র চাওয়া হয়েছে।

আইপিএলের লোভনীয় টিভি রাইটসের লড়াই শুরু, পাঁচ বছরের জন্য শুরু লক্ষ -কোটির লড়াই

কোনও এজেন্সি ভারতীয় উপমহাদেশের টিভি রাইটের জন্য টেন্ডার জমা দিতে পারবে না। কিন্তু বাকি পৃথিবীর ডিজিটাল সম্প্রচারের জন্য এজেন্সিগুলি টেন্ডার জমা দিতে পারবে। এই বিষয়ে কোনও অস্বচ্ছ্বতা থাকলে ৫ অগাস্ট অবধি বিসিসিআইয়ের কাছে সেবিষয়ে জানতে চাওয়া যাবে। অন্যদিকে দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অগাস্ট।

English summary
Tender for IPL tv right hits market today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X