For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৪ মে সচিন-লক্ষ্মণকে বিসিসিআই অম্বুডসম্যানের সমন

সচিন তেন্ডুলকর ও ভিভিএস লক্ষ্মণকে স্বার্থের সঙ্ঘাত সংক্রান্ত মামলায় সমন পাঠালেন বিসিসিআইয়ের অম্বুডসম্যান তথা এথিক্স অফিসার বিচারপতি ডিকে জৈন।

  • |
Google Oneindia Bengali News

সচিন তেন্ডুলকর ও ভিভিএস লক্ষ্মণকে স্বার্থের সঙ্ঘাত সংক্রান্ত মামলায় সমন পাঠালেন বিসিসিআইয়ের অম্বুডসম্যান তথা এথিক্স অফিসার বিচারপতি ডিকে জৈন।

১৪ মে সচিন-লক্ষ্মণকে বিসিসিআই অম্বুডসম্যানের সমন

বিসিসিআই সূত্রে খবর, ১৪ মে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন দুই লেজেন্ডকে ডেকে পাঠিয়েছেন বিচারপতি ডিকে জৈন। সচিন ও লক্ষ্মণের বিরুদ্ধে স্বার্থের সঙ্ঘাত সংক্রান্ত অভিযোগ দায়ের করা মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য সঞ্জীব গুপ্তা ও বিসিসিআইয়ের সিইও রাহুল জোহরিকেও ডেকে পাঠানো হয়েছে বলেও খবর।

অভিযোগকারীর বক্তব্য, সচিন তেন্ডুলকর ও ভিভিএস লক্ষ্মণ বিসিসিআইয়ের ক্রিকেট উপদেষ্টা কমিটির সদস্য। একই সঙ্গে মাস্টার-ব্লাস্টার আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের আইকন এবং মিস্টার স্টাইলিস্ট মেন্টর হিসেবে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে যুক্ত থাকায়, দ্বৈত ভূমিকায় তাঁরা স্বার্থের সংঘাতে জড়িয়ে পড়ছেন বলেও অভিযোগ করেছেন মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য সঞ্জীব গুপ্তা।

যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা স্বার্থের সংঘাত সংক্রান্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন সচিন তেন্ডুলকর ও ভিভিএস লক্ষ্মণ। এই পরিস্থিতির জন্য বিসিসিআইকেই দায়ী করেছেন ভারতীয় ক্রিকেট দলের দুই প্রাক্তন স্তম্ভ। এমন কিছু হতে পারে, ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁদের আগে থেকে জানাই বলেও অভিযোগ করেছেন সচিন তেন্ডুলকর ও ভিভিএস লক্ষ্মণ।

English summary
Tendulkar, Laxman summoned by BCCI Ombudsman on May 14
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X