For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন মোড়কে পুরনো হীরে, ইংল্যান্ড সফরই হয়তো নির্ধারণ করে দেবে সামির ভাগ্য

আশা জাগিয়ে শুরু করেও, এখন প্রশ্নের মুখে মহম্মদ সামির কেরিয়ার। চোট-আঘাত জনিত সমস্যা এবং পারিবারিক সমস্যার কারণে নিজের সেরা ছন্দ অনেকটাই ফেলে এসেছেন তিনি।

Google Oneindia Bengali News

আশা জাগিয়ে শুরু করেও, এখন প্রশ্নের মুখে মহম্মদ সামির কেরিয়ার। একটা সময়ে ভারতীয় দলের এক নম্বর বোলার ছিলেন তিনি।

নতুন মোড়কে পুরনো হীরে, ইংল্যান্ড সফরই হয়তো নির্ধারণ করে দেবে সামির ভাগ্য

ক্রমাগত চোটের কবলে পড়ে এবং পারাবারিক সমস্যায় এখন প্রশ্নের মুখে সামির ক্রিকেট কেরিয়ার। তাঁর স্ত্রী হাসিন জাহানের অভিযোগের ভিত্তেতে তাঁর বিরুদ্ধে তদন্তও শুরু করেছিল বিসিসিআই। কিন্তু সামির বিরুদ্ধে কোনও প্রমাণ পাননি তারা। ফলে ফের আন্তর্জাতিক স্তরে এবং আইপিএলে খেলার ছাড়পত্র পান সামি।
কিন্ত আইপিএলে খেলার সুযোগ পেলেও ফর্ম হাতড়ে বেড়ানো সামির সেই ভাবে সুযোগ হয়নি আইপিএলে।

এই পরিস্থিতিতে সামির কাছে হয়তো শেষ সুযোগ হতে চলেছে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। চোটের কারণে যশপ্রীত বুমরা এবং ভুবনেশ্বর কুমারের সার্ভিস পাবে না ভারত। ফলে এই মুহূর্তে টিম ইন্ডিয়ার অন্যতম দুই বোলার না থাকায় ভারতীয় পেস ব্যাটারির দায়িত্ব থাকবে সামির হাতেই। বলা ভাল ভারতীয় পেস লাইনআপকে নেতৃত্ব দেবেন সামি। ফলে এই সিরিজে জ্বলে উঠতেই হবে সামিকে। কারণ বিরাট কোহলি যে সুযোগ সামিকে দিয়েছেন সেই সুযোগ ইংল্যান্ডের মাটিতে যদি তিনি কাজে না লাগাতে পারেন, তাহলে ভবিষ্যতে জাতীয় দলের দরজা খোলা অনেকটাই কঠিন হবে সামির জন্য।

অতীতে বহু কিংবদন্তি ক্রিকেটার বরাবর প্রশংসা করেছেন সামির বোলিংয়ের। শুধু তাঁর লাগাতার একই গতিতে বল করে যাওয়ার জন্যই নয়, সামি লাইন, লেন্থ এবং বুদ্ধি খাটিয়ে বল করার ক্ষমতার প্রশংসা করেছেন অনেকে।

নতুন মোড়কে পুরনো হীরে, ইংল্যান্ড সফরই হয়তো নির্ধারণ করে দেবে সামির ভাগ্য

সামির প্রশংসায় পাক কিংবদন্তি শোয়েব আখতার ধারাভাষ্য দেওয়ার মাঝে ভারতীয়দের উদ্দেশ্যে বলেছেন, 'বহু দিন পর একটা হিরের টুকরো পেয়েছেন আপনারা। একে সামলে রাখতে হবে।'

নতুন মোড়কে পুরনো হীরে, ইংল্যান্ড সফরই হয়তো নির্ধারণ করে দেবে সামির ভাগ্য

আখতরের মতোই সুইংয়ের সুলতান ওয়াসিম আক্রম সামির সম্পর্কে বলেছেন, 'এই ছেলেটা সারাদিন একই গতিতে বল করে যাওয়ার ক্ষমতা রাখে।'

নতুন মোড়কে পুরনো হীরে, ইংল্যান্ড সফরই হয়তো নির্ধারণ করে দেবে সামির ভাগ্য

সামির প্রশংসায় প্রাক্তন প্রোটিয়া বোলার ফেনি ডেভিলিয়ার্স বলেছে, 'আউট সুইং করার দুরন্ত ক্ষমতা রয়েছে সামির। ক্রমগত ১৪০ কিমি প্রতি ঘন্টা বেগে বল করতে পারে ও এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, তা হল ক্রমাগত প্রথম স্লিপের লাইনে বল করে যায় সামি। গ্লেন ম্যাকগ্রা, ইয়ান বোথাম, শন পোলক যে লাইনে বল করতো বা ডেল স্টেইন যে লাইনে বল করে, সেই লাইনেই বল করে সামি। ভারতের সেরা টেস্ট বোলার ও।'

English summary
Mohammed Shami gets the chance again to prove his quality in England. In the absence of Bhuvneshwar Kumar and Jasprit Bumrah it  will be a great chance for shami.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X