For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'১০-১৫ ওভারে কেটে গিয়েছিল চাপ', অভিষেক টেস্ট শতরান কাকে উৎসর্গ করলেন পৃথ্বী শ

অভিষেক টেস্টের শতরান বাবাকে উৎসর্গ করলেন পৃথ্বী শ। 

Google Oneindia Bengali News

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্ট ইনিংসেই দারুণ আক্রমণাত্মক ব্যাট করে শতরান করেছেন পৃথ্বী শ। প্রথম দিনের খেলার শেষে এই ১৮ বছরের উদীয়মান ক্রিকেট তারকা জানালেন জীবনের প্রথম টেস্ট শতরান তিনি পৃথিবীতে একটি লোককেই উৎসর্গ করতে চান। তিনি আর কেউ নন. তাঁর বাবা মনোজ শ। কারণ তিনি না থাকলে ভারত হয়ত পৃথ্বীকে ক্রিকেটার হিসেবে পেতই না।

অভিষেক টেস্ট শতরান কাকে উৎসর্গ করলেন পৃথ্বী শ

পৃথ্বী জানান জীবনের প্রথম টেস্ট বলে মনের মধ্যে একটা চাপা উত্তেজনা তার কাজ করছিল। অনেকবারই মন প্রশ্ন এসেছে, কীভাবে ব্যাট করা উচিত? আবার সঙ্গে সঙ্গেই তার মন বলেছে, ধুর আমি নিজের খেলা খেলব, তারপর দেখা যাবে। মাঠে নেমে তিনি বল বুঝে খেলা শুরু করেছিলেন। ১০-১৫ ওভার খেলা হয়ে যেতেই তাঁর চাপ কেটে গিয়েছিল। তারপর তিনি নিজের স্বাভাবিক খেলাটাই চালিয়ে গিয়েছেন। তিনি জানিয়েছেন তাঁর এই শতরানই শুধু নয়, যখন যখনই তিনি রান করেন, তা তাঁর বাবার উদ্দেশ্যেই করেন। আসলে পৃথঅবীর ক্রিকেটার হওয়ার পেছনে তাঁর বাবার অনেক ত্যাগ রয়েছে।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">“The first hundred is all for him. Whenever I score, I score for him."<a href="https://twitter.com/PrithviShaw?ref_src=twsrc%5Etfw">@PrithviShaw</a> dedicates his debut Test century to his father.<br><br>More from Shaw 👇<a href="https://t.co/ebrD4nM1Tb">https://t.co/ebrD4nM1Tb</a> <a href="https://t.co/OZtAFL1xPh">pic.twitter.com/OZtAFL1xPh</a></p>— ICC (@ICC) <a href="https://twitter.com/ICC/status/1047843820291985409?ref_src=twsrc%5Etfw">October 4, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

ছেলের মধ্যে কী দেখেছিলেন তিনি জানা নেই, কিন্তু ২০০২ সালেই পৃথ্বীকে নিয়ে তিনি ছুটেছিলেন মহারাষ্ট্রের ভিরার ক্রিকেট অ্যাকাডেমিতে। পৃথ্বীর বয়স তখন ছিল মাত্র ৩। তার পরের বছরই তাঁদের পরিবারে বিপর্যয় নেমে এসেছিল। মারা যান পৃথ্বীর মা। এরপরই আর সব কিছু ভুলে পৃথ্বীকে ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে সবকিছু উৎসর্গ করেছিলেন তিনি। জামা-কাপড়ের ব্যবসা করতেন মনোজ শ। সেটাও তুলে দিয়েছিলেন।

১১ বছর বয়সে পৃথ্বী এএপি এন্টারটেনমেন্ট লিমিটেডে স্পন্শরশিপে মুম্বই আসার সুযোগ পান। ছেলের সঙ্গে ভিরার ছেড়ে মুম্বই পারি দিয়েছিলেন বাবা মনোজ শ। পৃথ্বীর জগত আবর্তিত হয় তাঁর বাবাকে ঘিরেই। কাজেই প্রথম টেস্ট শতরানটা যে বাবাকেই উৎসর্গ করবেন, সেটাই স্বাভাবিক।

English summary
Former cricketers get excited with Prithvi Shaw's century at his debut test against West Indies. See twitter reactions.&#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X