For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হয়ে যাওয়া ১২টি আইপিএলে ব্যক্তিগত রেকর্ড ও পরিসংখ্যানের দিকে চোখ ফেরানো যাক

হয়ে যাওয়া ১২টি আইপিএলে ব্যক্তিগত রেকর্ড ও পরিসংখ্যানের দিকে চোখ ফেরানো যাক

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের প্রভাবে দেশে আদৌ আইপিএল হবে কিনা, তা তো সময় বলবে। বিসিসিআই টুর্নামেন্ট আয়োজন করতে বদ্ধপরিকর হলেও প্রেক্ষাপট তাদের বিপরীতে। এরই মধ্যে চট করে দেখে নেওয়া যাক আইপিএল ক্রিকেটারদের ব্যক্তিগত রেকর্ড ও পরিসংখ্যানগুলি।

আইপিএলে সর্বাধিক রান

আইপিএলে সর্বাধিক রান

গত ১২ মরশুম মিলিয়ে আইপিএলে সর্বাধিক রান রয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলির ঝুলিতে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে তিনি এখনও পর্যন্ত ৫৪১২ রান করেছেন। ৫৩৬৮ রান করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের বাঁ-হাতি ব্যাটসম্যান সুরেশ রায়না। টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক তথা মু্ম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা (৪৮৯৮ রান) রয়েছেন তালিকার তৃতীয় স্থানে।

আইপিএলে সর্বাধিক উইকেট

আইপিএলে সর্বাধিক উইকেট

আইপিএলে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার লেজেন্ড লাসিথ মালিঙ্গা। ১৫৪টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। দ্বিতীয় স্থানে থাকা ভারতীয় স্পিনার অমিত মিশ্রের ঝুলিতে রয়েছে ১৪৬টি উইকেট।

আইপিএলে সর্বাধিক ক্যাচ

আইপিএলে সর্বাধিক ক্যাচ

আইপিএলে সর্বাধিক ক্যাচ নেওয়ার রেকর্ড রয়েছে সুরেশ রায়নার ঝুলিতে। ১০১টি ক্যাচ নিয়েছেন ভারতীয় বাঁ-হাতি। ৯৩টি ক্যাচ নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। তৃতীয় স্থানে থাকা ভারতের রোহিত শর্মা নিয়েছেন ৮৩টি ক্যাচ।

আইপিএলে সর্বাধিক ছক্কা

আইপিএলে সর্বাধিক ছক্কা

আইপিএলের ১২ মরশুম মিলিয়ে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ড ক্রিস গেইল। টুর্নামেন্টে ৩২৬টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তালিকার দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ২১২টি ওভার বাউন্ডারি মেরেছেন। ২০৯টি ছক্কা হাঁকানো লেজেন্ড মহেন্দ্র সিং ধোনি রয়েছেন তালিকার তৃতীয় স্থানে।

দ্রুততম শতরান

দ্রুততম শতরান

আইপিএলে দ্রুততম শতরান হাঁকিয়েছেন ভারতীয় ব্যাটসম্যান ইউসুফ পাঠান। রাজস্থান রয়্যালসের জার্সিতে ৩৭ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছেছিলেন তিনি।

দ্রুততম অর্ধশতরান

দ্রুততম অর্ধশতরান

ভারতীয় ব্যাটসম্যান কেএল রাহুলের ঝুলিতে আইপিএলে দ্রুততম অর্ধশতরান হাঁকানোর রেকর্ড রয়েছে। কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে ১৪ বলে অর্ধশতরান হাঁকিয়েছিলেন তিনি।

English summary
The records and stats of IPL from start to now in bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X