For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সচিন, বিরাটের পাশাপাশি টেস্ট আইসিসি-র ক্রমতালিকায় শীর্ষস্থান অর্জন করেছিলেন এই ভারতীয় তারকারা

বিরাট কোহলি ছাড়াও বহু ভারতীয় ক্রিকেটার আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অর্জন করেছিলেন।

Google Oneindia Bengali News

এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্টে হারতে হলেও, ব্যক্তিগত সাফল্যে নিরিখে ফের একবার শীর্ষস্থানে ভারত অধিনায়ক বিরাট কোহলি। আইসিসির টেস্ট র্যা ঙ্কিংয়ে স্টিভ স্মিথকে ছাপিয়ে শীর্ষে বিরাট। সাত বছর আগে টেস্ট এবং ওডিআই দুই ফর্ম্যাটের ক্রিকেটেই শীর্ষেস্থানে ছিলেন সচিন। সচিনের সেই মাইল স্টোনই এবার ছুঁলেন বিরাট।

এক ঝলকে দেখে নিন আইসিসি টেস্ট র্যা ঙ্কিংয়ে কোন কোন ভারতীয় ব্যাটসম্যানরা শীর্ষস্থানে জায়গা করে নিতে পেরেছিলেন।

সুনীল গাভাস্কর:

সুনীল গাভাস্কর:

প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে আইসিসি-এর টেস্ট র্যা ঙ্কিংয়ে শীর্ষেস্থানে উঠে এসেছিলেন লিটল মাস্টার। ১৯৭৯ সালে এই রেকর্ড গড়েন সুনীল। ৯১৬ পয়েন্ট নিয়ে এই নজির গড়েছিলেন তিনি।

দিলীপ বেঙ্গসরকার:

দিলীপ বেঙ্গসরকার:

বিশ্ব ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার বলা হয় দিলীপকে। ১৯৮৮ সালে ৮৩৭ পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট র্যা ঙ্কিংয়ে শীর্ষস্থান পেয়েছিলেন দিলীপ বেঙ্গসরকার।

বীরেন্দ্র সহবাগ:

বীরেন্দ্র সহবাগ:

টেস্ট ক্রিকেটের সংজ্ঞাটাই বদলে দিয়েছিলেন বীরেন্দ্র সহবাগ। বীরুর আক্রমণাত্মক ব্যাটিং আরও জনপ্রিয় করে তোলে টেস্টকে। ২০১০ সালে ৮৬৬ পয়েন্ট নিয়ে টেস্ট র্যা ঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে আসেন নজফগড়ের নবাব।

সচিন তেন্ডুলকর:

সচিন তেন্ডুলকর:

সব মিলিয়ে মোট ১১৫৭ দিন র্যা ঙ্কিংয়ে এক নম্বরস্থানে ছিলেন সচিন। ২০১১ সালে শেষবার শীর্ষস্থান অর্জন করেন মাস্টার ব্লাস্টার। তাঁর সর্বাধিক পয়েন্ট ছিল ৮৯৮।

গৌতম গম্ভীর:

গৌতম গম্ভীর:

এক সময়ে ভারতীয় ক্রিকেটে ওপেনিং স্পটটা পাকা করে নিয়েছিলেন গৌতম। টেস্ট হোক বা ওডিআই, ভারতীয় প্রথম একাদশের নিয়মিত সদস্য ছিলেন ২০১১ বিশ্বকাপের নায়ক। ৮৮৬ পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট র্যা ঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে এসেছিলেন দিল্লির এই তারকা ক্রিকেটার।

রাহুল দ্রাবিড়:

রাহুল দ্রাবিড়:

৮৯২ পয়েন্ট নিয়ে বিশ্ব ক্রিকেটের ‘দ্য ওয়াল' এই রেকর্ড স্পর্শ করেছিলেন।

বিরাট কোহলি:

বিরাট কোহলি:

২০১৮ টেস্ট র্যা ঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করলেন বিরাট। ৯৩৪ পয়েন্ট নিয়ে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি।

English summary
Except Virat Kohli, many other Indian batsmen achieved no one spot in test ranking.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X