For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্রিকেটের পাশাপাশি ফুটবল, দাবা সহ বিভিন্ন খেলায় পারদর্শী এই কিংবদন্তি ক্রিকেটারেরা

বহু ক্রিকেটার রয়েছেন যাঁরা ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন খেলায় পারদর্শী। বহু বিখ্যাত ক্রিকেটার ক্রিকেটের পাশাপাশি অন্য খেলাতেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।

Google Oneindia Bengali News

ক্রিকেটকে বিদায় জানানোর ২৪ বছর পর ফের ভারতের প্রতিনিধিত্ব করতে নামছেন কপিল দেব। ২০১৮ এশিয়া পেসিফিক সিনিয়র গল্ফ টুর্নামেন্টে ভারতের প্রতিনিধিত্ব করবেন বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক।

শুধু একা কপিল নয়, এমন বহু ক্রিকেটার রয়েছেন যারা ক্রিকেটকে বিদায় জানানোর পর বা ক্রিকটে কেরিয়ার শুরু আগে অন্য খেলাতেও প্রতিনিধিত্ব করেছেন। এক ঝলকে চিনে নিন সেই সকল কিংবদন্তি ক্রিকেটারকে।

আগুয়াডা ফোর্ট

আগুয়াডা ফোর্ট

গোয়া আয়তনের দিক দিয়ে ভারতের ক্ষুদ্রতম এবং জনসংখ্যার হিসেবে ভারতের চতুর্থ ক্ষুদ্রতম অঙ্গরাজ্য।

শন পোলক

শন পোলক

দক্ষিণ আফ্রিকার অন্যতম তারকা ক্রিকেটার শন পোলক ক্রিকেটকে বিদায় জানানোর পর দীর্ঘ দিন গল্ফের সঙ্গে যু্ক্ত। বেঙ্গালুরুতে শুরু হতে চলা লুইস ফিলিপ কাপ প্রো-এম গল্ফ টুর্নামেন্টে অংশ নেবেন পোলক। গল্ফের এই প্রতিযোগীতায় অংশ নেওয়ার বিষয়ে পোলক বলেন, ‘ভারতে আবার পুরনো বন্ধু কপিল, মহেলাদের সঙ্গে দেখা করতে পারব জেনে দারুণ লাগছে।'

আরামবল বিচ

আরামবল বিচ

আরামবল বিচের দৃশ্য

মহেলা জয়বর্ধনে

মহেলা জয়বর্ধনে

শন পোলকের মতোই এই প্রতিযোগীতায় অংশ নেবেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার মহেলা জয়বর্ধনে। জয়বর্ধনে বলেন, ‘ক্রিকেটকে বিদায় জানানোর পর এই গল্ফই আমার প্রতিযোগীতায় নামার মানসিকতা বজায় রেখেছে।'

বেনোলিম বিচ

বেনোলিম বিচ

পড়ন্ত বিকেলে সুদৃশ্য বেনোলিম বিচ

ভিভ রিচার্ডস

ভিভ রিচার্ডস

বির্ধ্বংশী এই ক্রিকেটারকে চেনেন না এমন ক্রিকেটপ্রেমী একটাও খুঁজে পাওয়া মুশকিল। ওয়েস্ট ইন্ডিজের সোনার সময়ে অন্যতম স্তম্ভ ছিলেন স্যার আইজ্যাক ভিভিয়ান আলেক্সজান্ডার রিচার্ডস। ১৯৭৫ এবং ১৯৭৯ বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্য ছিলেন তিনি। অনেকেই জানেন না ১৯৭৪ ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচগুলিতে অ্যান্টিগা এবং বারমুডার হয়ে মাঠে নেমেছিলেন ভিভ।

কাভেলম বিচ

কাভেলম বিচ

শান্ত নিরিবিলি এই বিচে ঘুরলে মন ভালো হয়ে যাবে।

যুজবেন্দ্র চহাল

যুজবেন্দ্র চহাল

বর্তমান ভারতীয় দলের স্পিন বিভাগের অন্যতম স্তম্ভ যুজবেন্দ্র চহাল। অনেকেই জানেন না পেশাদার ক্রিকেটে আসার আগে একজন দাবাড়ু ছিলেন চহাল। ২০০৩ এশীয় যুব চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। অনূর্ধ্ব-১২ যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপেও গ্রীসে অংশ নিয়েছিলেন তিনি।

চাপোরা বিচ

চাপোরা বিচ

চাপোরা বিচের অসাধারণ এরিয়াল ভিউ

জন্টি রোডস

জন্টি রোডস

ক্রিকেটের পাশাপাশি হকিটাও ভালই খেলেন জন্টি। ১৯৯২ অলিম্পিকে যোগ্যতা অর্জনকারী পর্বে দক্ষিণ আফ্রিকার হকি দলের সদস্য ছিলেন তিনি। সে বার দক্ষিণ আফ্রিকা যোগ্যতা অর্জন করতে না পারলেও ১৯৯৬ সালে দক্ষিণ আফ্রিকা অলিম্পিকে হকিতে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করে। কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ছিটকে যান রোডস।

চাপোরা ফোর্ট

চাপোরা ফোর্ট

সমুদ্রসৈকতের পাশেই এই সুন্দর ফোর্টটি রয়েছে

মহাদেব টেম্পল

মহাদেব টেম্পল

গোয়ায় এলে সকলেই একবার না একবার এখানে ঘুরেই যান

মহালাসা টেম্পল

মহালাসা টেম্পল

মহালাসা মন্দিরের ভিতরের দৃশ্য

মন্দোদরী টেম্পল

মন্দোদরী টেম্পল

এখানেও আসতে হবে আপনাকে।

মানদ্রেম বিচ

মানদ্রেম বিচ

এরকম আরও অনেক অাকর্ষণীয় কিছু একসঙ্গে পেয়ে যাবেন এখানে

মঙ্গেশী টেম্পল

মঙ্গেশী টেম্পল

বহু সুদৃশ্য মন্দির রয়েছে এখানে। এটি তার মধ্যেই একটি

রামনাথী টেম্পল

রামনাথী টেম্পল

গোয়ার সংস্কৃতি ও ঐতিহ্য যেমন অনন্য তেমনই এর ঐতিহাসিক গুরুত্বও রয়েছে। ফলে প্রকৃতি ও ইতিহাস দুটোকেই একসঙ্গে ছুঁয়ে দেখতে পারবেন

রেইস মাগোস ফোর্ট

রেইস মাগোস ফোর্ট

গোয়া আয়তনের দিক দিয়ে ভারতের ক্ষুদ্রতম এবং জনসংখ্যার হিসেবে ভারতের চতুর্থ ক্ষুদ্রতম অঙ্গরাজ্য

সান্ত দুর্গা কালঙ্গুতকরিন টেম্পল

সান্ত দুর্গা কালঙ্গুতকরিন টেম্পল

গোয়ার সমুদ্রসৈকত, উপাসনালয় এবং ঐতিহ্যবাহী স্থাপত্যগুলি বিখ্যাত

শান্তা দুর্গা মন্দির

শান্তা দুর্গা মন্দির

শান্তা দুর্গা মন্দিরের বাইরের দৃশ্য

সিনকেরিম বিচ

সিনকেরিম বিচ

এই সমুদ্রসৈকতের শোভা অনন্য। গোয়ায় এলে এখানে আসতেই হবে আপনাকে

তিরাকোল ফোর্ট

তিরাকোল ফোর্ট

তিরাকোল ফোর্টের বাইরে তৈরি একটি ওয়ার মেমোরিয়াল

ভারকা বিচ

ভারকা বিচ

বৃষ্টির দিনে আরও অনন্য হয়ে ওঠে এই বিচ

কোলভা বিচ

কোলভা বিচ

গোয়ার খুব পরিচিত বিচ এটি

মাজোরদা বিচ

মাজোরদা বিচ

প্রতি বছর এসব বিচের টানেই লাখ লাখ দেশি-বিদেশি পর্যটক গোয়ায় ভিড় জমান।

মোবর বিচ

মোবর বিচ

একদিকে পশ্চিমঘাট পর্বতমালা অন্যদিকে মোহময়ী সমুদ্রসৈকত, সবমিলিয়ে গোয়া অনন্য গোয়ায় না গেলে স্বপ্ন অপূর্ণ থেকে যাবে

English summary
Many legendary cricketers represent their country in different sports.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X