For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেই সামনে পাকিস্তান, কেমন হতে পারে ভারতের সম্ভাব্য দল

রবিবারই বিসিসিআই চূড়ান্ত করেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের খেলার বিষয়টি। আর তার পরের দিন সোমবারই নয়াদিল্লিতে বেছে নেওয়া হচ্ছে ভারতীয় দলের সদস্যদের।

Google Oneindia Bengali News

১ জুনই ইংল্যান্ডে শুরু হয়ে যাচ্চে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের প্রথম খেলা ৪ জুন। প্রতিপক্ষ পাকিস্তান। ক্রিকেট ময়দানে ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই উত্তেজনার বিস্ফোরণ। মর্যাদার এই লড়াইয়ে নামার আগে এখন চলছে ভারতীয় দলের ক্রিকেটারদের নাম চূড়ান্ত করার পালা। কারা চ্যাম্পিয়ন্স ট্রফির দলে স্থান পেলেন কাঁরা পেলেন না তা সোমবার দুপুরের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে।

দেখে নেওয়া যাক ভারতের সম্ভাব্য দল-

রোহিত শর্মা-

রোহিত শর্মা-

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে ফিরতে পারেন এই প্রতিভাবান ক্রিকেটার। চোটের জন্য মাঝখানে জাতীয় দলের বাইরে ছিলেন। আপাতত সুস্থ রোহিত। আইপিএল-এ তাঁর ব্যাটিং ও ফিল্ডিং প্রতিপক্ষের ঘুম কেড়েছে। জাতীয় দলের নির্ভরযোগ্য ওপেনার কে এল রাহুল চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন না। তাঁর জায়গায় দলে আসতে পারেন রোহিত।

আজিঙ্কা রাহানে-

আজিঙ্কা রাহানে-

ভারতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক। কিন্তু, আইপিএল-এ খুব একটা ভাল ফর্ম দেখাতে পারেননি। কিন্তু, ইংল্যান্ডের উইকেটে তাঁর কার্যকারিতা নিশ্চিতভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে স্থান করে দেবে বলেই আশা করা হচ্ছে।

শিখর ধওয়ান-

শিখর ধওয়ান-

একটা সময় ভারতীয় ক্রিকেট দলের এক নম্বর ওপেনার। কিন্ত, ধারবাহিকতার অভাব এবং অফ-ফর্ম-এ আপাতত দলের বাইরে। আইপিএল তাঁর দুরন্ত পারফরম্যান্স চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ ঘটিয়ে দিতে পারে। রিজার্ভড ওপেনার হিসাবে বিবেচিত হতে পারেন শিখর।

বিরাট কোহলি-

বিরাট কোহলি-

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। কিন্তু, আইপিএল-এ তাঁর অফফর্ম চিন্তায় ফেলেছে ক্রিকেটপ্রেমীদের।

যুবরাজ সিং-

যুবরাজ সিং-

নিশ্চিতভাবেই দলে থাকছেন যুবি। এমনটাই দাবি করছে বিসিসিআই-এর একটি সূত্র। আইপিএল-এ যে বিধ্বংসী মেজাজে চার ও ছয়ের বন্যা ছুটিয়েছেন যুবরাজ তাতে তিনি অটোমেটিক চয়েসই হতে চলেছেন বলে মনে করা হচ্ছে।

এমএস ধোনি-

এমএস ধোনি-

অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। কিন্তু, ফিনিশার ধোনি যে শেষ হয়ে যাননি তার প্রমাণ রেখে চলেছেন এমএস। অধিনায়কত্ব ছাড়া মানেই যে ক্রিকেট থেকে সন্যাস, এমন ধারনাকে মিথ্যা বলে প্রতিপন্ন করতে বদ্ধপরিকর তিনি। উইকেটের পিছনে তাঁর বিশ্বস্ত হাত আর ফিনিশার ব্যাটসম্যান-এর তকমা নিশ্চিতভাবে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম ইউএসপি। আর ধোনিকে এখনই ছুঁড়ে ফেলার মতো সময়ও যে আসেনি তা ভালমতই জানেন নির্বাচকরা। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ধোনির নির্বাচন নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।

মণীশ পাণ্ডে-

মণীশ পাণ্ডে-

বলা হয় যতটা প্রতিভাবান তিনি ততটা নিজেকে মেলে ধরতে পারেননি এই ক্রিকেটার। মির্ডল অর্ডারে মারাত্মকরকমের ভয়ঙ্কর ব্যাটসম্যান মণীশ। নিজের দিনে কাউকে রেয়াত করেন না। ভারতীয় দলে যখনই সুযোগ পেয়েছেন তখনই কোনও না কোনওভাবে নিজের কার্যকারিতা প্রমাণের চেষ্টা করেছেন। আইপিএল-এও কেকেআর-এর হয়ে এবার দুরন্ত সব ইনিংস খেলেছেন।

কেদার যাদব-

কেদার যাদব-

দাবাং ক্রিকেটার বলেই পরিচিত। সম্প্রতি নিউজিল্যান্ড এবং ইংল্য়ান্ড সিরিজে দেখিয়েছেন তাঁর ব্যাটিং দাপট। এই মুহূর্তে পারফরম্যান্সের বিচারে নিশ্চিতভাবে দলে থেকে যাওয়ার ক্ষমতা রাখেন কেদার।

হার্দিক পাণ্ড্য-

হার্দিক পাণ্ড্য-

ভারতীয় দলের এই অলরাউন্ডার ক্রিকেটারটিকে নিয়ে অনেকেই আশাবাদী। কিন্তু, সম্প্রতি জাতীয় দলের হয়ে তাঁর পারফরম্যান্স ভাল ছিল না। আইপিএল-এ বিধ্বংসী মেজাজে রয়েছেন হার্দিক। বল এবং ব্যাট হাতে তাঁর খুনে মেজাজকে ভয় পাচ্ছে প্রতিপক্ষ।

রবিচন্দ্রণ অশ্বিন-

রবিচন্দ্রণ অশ্বিন-

কোহলি ব্রিগেডে ম্যাচ উইনার বোলার তিনি। কিন্তু, চোটের জন্য আইপিএল খেলেননি। আপাতত চোটমুক্ত তিনি। কোনও কারণে অশ্বিন খেলতে না পারলে তাঁর স্থানে কুলদীপ যাদব বা ক্রুণাল পাণ্ড্য-র নাম বিবেচনার সম্ভাবনা আছে।

রবীন্দর জাদেজা-

রবীন্দর জাদেজা-

সম্প্রতি পারফরম্যান্সের বিচারে অশ্বিণকেও পিছনে ফেলে দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের এই লেফট-আর্ম স্পিনার। এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে আইসিসি র‌্যাঙ্কিং-এ এক নম্বরে।

ভূবনেশ্বর কুমার-

ভূবনেশ্বর কুমার-

স্যুইং বোলিং ভূবির হাতিয়ার। ইংল্যান্ডের আবহাওয়ায় তাঁর বোলিং কার্যকরি হবে বলেই মনে করা হচ্ছে। এবারের আইপিএল দুরন্ত ছন্দে আছেন ভূবনেশ্বর কুমার। তাঁর স্যুইং বোলিং-এ বহুবার স্টাম্প ছিটকে গিয়েছে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের।

উমেশ যাদব-

উমেশ যাদব-

ভারতীয় দলের স্পিড-স্টার। সাম্প্রতিক আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম্যান্সও নজরকাড়া। সুতরাং, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তিনিও অটোমেটিক চয়েস বলেই ধরা হচ্ছে।

জসপ্রীত বুমহরা-

জসপ্রীত বুমহরা-

বাঁ-হাতে অদ্ভুত বোলিং অ্যাকশন। সঙ্গে মারাত্মক সব ইয়র্কার। এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ইয়র্কার বোলার হিসাবে ধরা হচ্ছে বুমহরাকে। আইপিএল-এ তাঁর দুরন্ত বোলিং মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং বিভাগকে অপ্রতিরোধ্য করে তুলেছে।

মহম্মদ সামি-

মহম্মদ সামি-

একটা সময় জাতীয় দলের স্ট্রাইক বোলার। সব ধরনের বল ফেলার ক্ষমতা রাখেন। প্রতিপক্ষের উইকেট তোলায় প্রচণ্ডরকম ধারাবাহিকতা দেখিয়ে এসেছেন। কিন্তু, চোটের জন্য দীর্ঘসময় দলের বাইরে। আইপিএল-এ খেলছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাঁর নামও বিবেচিত হওয়ার সম্ভাবনা
আছে।

English summary
These names could be selected in Indian Team for Champions Trophy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X