For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্রিকেটেও পড়ল জিএসটি-র কোপ, ম্যাচ দেখতে খসাতে হবে অধিক গ্যাঁটের কড়ি

সিএবি আগেই জানিয়েছিল বাড়তে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া টিকিটের দাম। এবার হোলকার স্টেডিয়ামও জানিয়ে দিল তারাও বাড়াতে চলেছে টিকিটের দাম

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

ভারতে প্রচলিত হওয়া নতুন কর জিএসটি-র জেরে বদলেছে অনেক কিছুরই দাম। এবার তার আওতায় ক্রিকেট ম্যাচের টিকিটের দামও পড়ল।

হোলকার স্টেডিয়ামেও বাড়ছে টিকিটের দাম

সিএবি আগেই জানিয়েছিল ভারত -অস্ট্রেলিয়া একদিনের ম্যাচে বাড়ছে টিকিটের দাম। আগে যেখানে সিএবি-র সাধারণ টিকিটের দাম ৫০০. ১০০০ এবং ১৫০০ টাকা হত , এবার সেগুলি জিএসটি-র ধাক্কায় হচ্ছে যথাক্রমে ৬৫০, ১৩০০ ও ১৯০০ টাকা।

এবার সিএবি-র তালিকায় নাম লেখাল মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশান। তারা জানিয়ে দিয়েছে হোলকার স্টেডিয়ামের তৃতীয় একদিনের ম্য়াচ দেখতে খরচ করতে হবে অতিরিক্ত গ্যাঁটের কড়ি। ২৪ সেপ্টেম্বর ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে ম্যাচের টিকিটের দাম ২৫০ থেকে ৫১২০ টাকা ধার্য করা হয়েছে। মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সোমবার টিকিটের দাম প্রকাশ করা হয়। সর্বনিম্ন ও সর্বোচ্চ টিকিটের দামের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। টিকিটের দামের সঙ্গে যুক্ত করা হয়েছে ২৮ শতাংশ জিএসটি।

তৃতীয় একদিনের ম্যাচের জন্য প্রায় ২০ হাজার টিকিট অনলাইনে ছাড়া হচ্ছে। ফলে মাত্র সাড়ে আটহাজার টিকিট কাউন্টার থেকে বিক্রি হবে। রাজ্য সংস্থার তরফে অবশ্য বলা হয়েছে খুব দ্রুত টিকিট বিক্রির দিন জানানো হবে।

English summary
Ticket for India vs Australia match is going to be high in price for GST
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X