For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রবীন্দ্র জাদেজাকেই কি ভারতের এক নম্বর স্পিনার হিসেবে বিবেচনা করা উচিত - প্রশ্ন তুললেন দুই প্রাক্তন

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দিলীপ জোশী এবং অজিত আগরকার বলেছেন, রবীন্দ্র জাদেজাকে ভারতের প্রথম স্পিনার হিসাবে বিবেচনা করার সময় এসে গিয়েছে।

Google Oneindia Bengali News

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে রাজকোট টেস্টে নিজের কেরিয়ারের প্রথম টেস্ট শতরান করেছেন রবীন্দ্র জাদেজা। বল হাতেও দুই ইনিংস মিলিয়ে ৪ উইকেট তুলেছেন। এর সঙ্গে তাঁর দুর্ধর্ষ ফিল্ডিং তো আছেই। এইসব মিলিয়ে আগামী অস্ট্রেলিয়া সফরে ভারতের প্রথম একাদশে অশ্বিনের বদলে জাদেজাই প্রথম পছন্দ হওয়া উচিত কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

টেস্টে অলরাউন্ডার হিসেবে জাদেজার দক্ষতা নিয়ে কোনও প্রশ্নই নেই। বর্তমানে টেস্টের সেরা বোলারদের ক্রমতালিকায় তিনি আছেন ৪ নম্বরে। আর সেরা অলরাউন্ডারদের তালিকায় আছেন ২ নম্বরে। ২০১৫ সাল থেকে একবারও তিনি সেরা বোলারদের ক্রমতালিকায় প্রথম ১০ জনের বাইরে যাননি। কিন্তু তা সত্ত্বেও ২০১৮ সালে ভারতের খেলা ১০ টেস্টের মাত্র ৩টি তে সুযোগ পেয়েছেন তিনি।

জাদেজাকে নিয়ে সমস্যা

জাদেজাকে নিয়ে সমস্যা

ভারতীয় দলের টিম স্ট্র্যাটেজির কারণেই জাদেজার মতো বিশ্বমানের অলরাউন্ডারকে ম্যাচের পর ম্যাচ দলের বাইরে বসে থাকতে হয়। ঘরের মাঠে একাধিক স্পিনার খেলানো হয়, তাই সমস্যা হয় না। কিন্তু বিদেশে টেস্টে ভারত খেলে ১ স্পিনার ৩ পেসার। দলের প্রথম স্পিনার অশ্বিন। আর বিদেশে স্পিনার অলরাউন্ডারের বদলে পেসার অলরাউন্ডার খেলায় ভারত। তাই স্পিনার বা অলরাউন্ডার কোনওভাবেই দলে আসতে পারেন না রবীন্দ্র জাদেজা।

জাদেজাই কি এক নম্বর স্পিনার

জাদেজাই কি এক নম্বর স্পিনার

এতদিন অশ্বিনই ভারতের প্রথম স্পিনার হিসেবে চিহ্নিত হয়ে এসেছেন। কিন্তু ধারাবাহিকতার জোরে অশ্বিনকে যথেষ্ট চাপে ফেলতে শুরু করেছেন জাদেজা। এক লাইন ও লেন্থ ধরে রাখার ক্ষেত্রে তিনি অশ্বিনকে পিছনে ফেলে দিয়েছেন। তাই বিভিন্ন মহল থেকেই প্রশ্নটা উঠতে শুরু করেছে, অশ্বিনের বদলে জাদেজাকেই কি ভারতের প্রদান স্পিনার হিসেবে দেখা উচিত? এমনি এমনি তিনি সব ম্য়াচ না খেলেও আইসিসি টেস্ট ক্রমতালিকার সেরা বোলারদের তালিকায় ৪ নম্বরে নেই। সেই সঙ্গে লোয়ার অর্ডারে তিনি অশ্বিনের থেকে ব্যাটটাও ভাল করেন। ফিল্ডিংয়েও একাই বহু রান বাঁচান।

অজিত আগরকরের মত

অজিত আগরকরের মত

ভারতের প্রাক্তন পেসার অজিত আগরকরের ভোট পেয়েছেন রবীন্দ্র জাদেজা। জাদেজা ভারতের ১ নম্বর স্পিনার কিনা সেই বিতর্কে না গিয়ে আগরকার জানিয়েছেন অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের প্রথম একাদশে জাদেজা ও অশ্বিনের মধ্যে বাছাই করতে গেলে জাদেজাই প্রথম পছন্দ হওয়া উচিত।

অশ্বিনের সমালোচনায় দিলীপ জোশী

অশ্বিনের সমালোচনায় দিলীপ জোশী

ভারতের প্রাক্তন স্পিনার দিলীপ জোশী অবশ্য নির্দ্বিধায় জাদেজাকেই ভারতের এক নম্বর স্পিনার হিসেবে বলে দিচ্ছেন। তিনি জানাচ্ছেন জাদেজা ধারাবাহিক ভাবে এক লাইন লেন্থে বল করে যায়। কিন্তু অশ্বিন অফ স্পিনের সঙ্গে লেগ স্পিন মেশাতে গিয়ে ধারাবাহিকতা হারাচ্ছে। টেস্ট ক্রিকেট কিন্তু ধারাবাহিকতার খেলা।

জোশীর যুক্তি

জোশীর যুক্তি

বিদেশের মাটিতে এক স্পিনারে খেলতে গেলে জাদেজাকেই খেলানো উচিত বলে মনে করেন তিনি। তাঁর যুক্তি, জাদেজা অশ্বিনের মতো বেশি কারিকুরি করতে না গিয়ে এক লাইন লেন্থে অফস্পিন করে আর কিছু না হোক রান আটকে রাখতে পারবেন। বিদেশের মাঠে স্পিনারদের কাছ থেকে যা অনেকসময়ই আশা করা হয়। এই পারদর্শিতার জন্যই জাদেজা নিজেকে প্রথম একাদশের যোগ্য হিসেবে তুলে ধরেছেন।

English summary
Former Indian cricketers Dilip Joshi and Ajit Agarkar said that it is time to consider Ravindra Jadeja as India's no.1 spinner.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X