For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জেসন রয়ের বিরুদ্ধে রিভিউ না নেওয়াই কী ভারত-ইংল্যান্ড ম্যাচের মোড় ঘুরিয়ে দিল?

জেসন রয়ের বিরুদ্ধে রিভিউ না নেওয়াই কী ভারত-ইংল্যান্ড ম্যাচের মোড় ঘুরিয়ে দিল?

  • |
Google Oneindia Bengali News

জেসন রয়ের বিরুদ্ধে রিভিউ না নেওয়াই কী ভারত-ইংল্যান্ড ম্যাচের মোড় ঘুরিয়ে দিল?

অনেকের ক্রিকেট প্রেমী মনে করেন, হ্যাঁ। ইংরেজ ওপেনার নিশ্চিত ভাবেই আউট ছিলেন। বল তাঁর ব্যাট ছুঁয়েই উইকেটরক্ষকের গ্লাভসে পৌঁছয়। বোলার হার্দিক পাণ্ডিয়া সে ব্যাপারে নিঃসন্দেহ হলেও কেন গ্লাভস হাতে অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনি এবং ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি রিভিউ নিলেন না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বহু ক্রিকেট প্রেমী।

আবার অনেকের মতে এরকম ছোটখাটো ভুল ক্রিকেট মাঠে হতেই পারে। তা বলে এও তো ভোলা যায় না যে জেসন রয়ের উইকেট সেই সময় চলে গেলে হয়তো এরকম ধুমাধার শুরু হয়তো পেত না ইংল্যান্ড।

কী ঘটেছিল রবিরার

কী ঘটেছিল রবিরার

এজবাস্টনে টসে জিতে ব্যাট করতে নামা দুই ইংরেজ ওপেনার পিচে তখনও ধাতস্থ হননি। তবু উইকেটের খোঁজে ১১তম ওভারে হার্দিক পাণ্ডিয়াকে বল করতে ডাকেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ওভারের চতুর্থ বল শর্ট পিচ লেন্থে লেগ স্ট্যাম্পের বাইরে ফেলেন হার্দিক। পুল করতে গিয়ে মিস টাইমড হন ইংরেজ ওপেনার জেসন রয়। বল ব্যাট ছুঁয়েছে, এমন হালকা একটা শব্দ শুনে আম্পায়ার আলিম ডারের কাছে কট বিহাইন্ড উইকেটের আবেদন করেন বোলার পাণ্ডিয়া। কিন্তু উইকেট রক্ষক মহেন্দ্র সিং ধোনি নিশ্চিত ভাবে জানান যে সেটি আউট নয়। সেই সিদ্ধান্ত মেনে নিয়ে আর রিভিউ নিতে চাননি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিও। ফলে বলটি ওয়াইড ঘোষণা করেন আম্পায়ার ডার।

 আউট ছিলেন কী রয়

আউট ছিলেন কী রয়

কিছু পরেই মাঠের জায়ান্ট স্ক্রিনে অ্যাকশান রিপ্লেতে স্পষ্ট দেখা যায়, বল জেসন রয়ের ব্যাট ছুঁয়েই উইকেটরক্ষকের গ্লাভসে পৌঁছয়। সঙ্গে সঙ্গে স্টেডিয়ামে উপস্থিত ভারতীয় দর্শকদের মধ্যে হাহাকার পড়ে যায়। আপসোস এবং রাগে মাথা নাড়াতে থাকেন বোলার হার্দিক পাণ্ডিয়াও।

তারপরের কাহিনী

তারপরের কাহিনী

সেই সময় ২১ রানে ব্যাট করছিলেন ইংরেজ ওপেনার জেসন রয়। এরপরই আরও ধ্বংসাত্মক হয়ে ওঠেন ইংরেজ ওপেনার। জনি বোয়ারস্টোর সঙ্গে তাঁর ১৬০ রানের পার্টনারশিপ হয়। ৫৭ বলে ৬৬ রান করেন রয়।

প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া

মাঠ জুড়ে তখন একটাই রব, এ কী করলেন অভিজ্ঞ ধোনি। এমন ভুল তো তিনি আগে কোনওদিন করেননি। আবার অনেকের কথায়, হয়তো রবিবারের দিনটি এমএসের ক্রিকেটীয় কেরিয়ারের সবচেয়ে কঠিন দিন।

[আরও পড়ুন:বিশ্বকাপের সমস্ত খবর দেখুন একনজরে]

English summary
To review or not, Kohli-Dhoni's decision has pushed the game towards England.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X