For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আবেগের মণিকোঠায় পেশাদারিত্বের লড়াই, কোটলা আজ মুখিয়ে কেকেআর বনাম গম্ভীরের 'ডুয়েল'-এ

গৌতম গম্ভীর, এই একটি নামের সঙ্গে জড়িয়ে আছে বাংলার হাজার হাজার ক্রিকেট সমর্থকের আবেগ। বিশেষত যারা আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে সমর্থন করেন তাঁদের আবেগ।

  • By Koushik Chakraborty
  • |
Google Oneindia Bengali News

গৌতম গম্ভীর, এই একটি নামের সঙ্গে জড়িয়ে আছে বাংলার হাজার হাজার ক্রিকেট সমর্থকের আবেগ। বিশেষত যারা আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে সমর্থন করেন তাঁদের আবেগ। শুধু বাংলার সমর্থকরাই নন, দেশের বিভিন্ন প্রান্ত ছড়িয়ে থাকা কেকেআর সমর্থকের কাছে গৌতম গম্ভীর মানেই স্বপ্ন দেখানোর কারিগর।

আবেগের মণিকোঠায় পেশাদারিত্বের লড়াই, কোটলা আজ মুখিয়ে কেকেআর বনাম গম্ভীরের ডুয়েল-এ

[আরও পড়ুন: শিখরকে গাল দিয়ে রেকর্ডের ম্যাচে কলঙ্ক মাথায় চাপল অঙ্কিতের ][আরও পড়ুন: শিখরকে গাল দিয়ে রেকর্ডের ম্যাচে কলঙ্ক মাথায় চাপল অঙ্কিতের ]

আইপিএল চালু হওয়ার পর প্রথম তিন বছর বিশেষ ভাল পারফরম্যান্স করতে ব্যর্থ হওয়া শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সকে ট্রফি জয়ের স্বপ্ন প্রথম দেখান এই তারকা ক্রিকেটারই।

২০১১ সালে ১১ কোটি ৪ লক্ষ টাকায় গম্ভীরকে দলে নেয় কেকেআর। দলের অধিনায়কত্বের ব্যাটন তুলে দেওয়া হয় তাঁর হাতে। বাকিটা ইতিহাস। ২০১২ সালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে হারিয়ে কলকাতাকে প্রথম বারের জন্য চ্যাম্পিয়ন করেন গম্ভীর। পরের মরসুমে কেকেআরকে চ্যাম্পিয়ন করতে না পারলেও ২০১৪ সালে তাঁর হাত ধরেই দ্বিতীয় বারের জন্য ট্রফি আসে কলকাতার ঘরে।

গম্ভীর এবং কেকেআর সমর্থকদের কাছে এগুলি এখন সবই স্মৃতি। ২০১৮ আইপিএল নিলামে গম্ভীরকে তুলে নেয় তাঁর পুরনো দল দিল্লি ডেয়ারডেভিলস। কিন্তু এর পরের সময়টা একে বারেই ভাল যাচ্ছে না এই বাঁ হাতি ব্যাটসম্য়ানের জন্য। চলতি আইপিএলে দিল্লির দায়িত্ব নিয়ে প্রথম ছয় ম্যাচে মাত্র একটি ম্যাচে জয়ের মুখ দেখেন গম্ভীর। ক্রমাগত দলের ব্যর্থতায় সরে দাঁড়ান অধিনায়কের পদ থেকে। এই পরিস্থিতিতে ফের এক বার নিজেকে প্রমাণ করার লক্ষ্যে নিজের পুরনো দলের বিরুদ্ধে নামছেন গম্ভীর।

প্রথম পর্বের ম্যাচে প্রিয় ইডেনে পা রেখে তিনি বলেছিলেন, 'কলকাতা আবার দ্বিতীয় বাড়ি। এই শহরে যখনই আসি আবেগতাড়িত হয়ে পড়ি।' পাশপাশি জানাতে ভোলেননি, যে ইডেনে কলকাতার হয়ে একের পর এক ম্যাচ জিতেছেন সেই ইডেনেই কলকাতার বিরুদ্ধে খেলতে নামার অনুভূতিটা অনেকটাই ভিন্ন। চ্যাম্পিয়ন অধিনায়ককে সম্মানও জানিয়েছিল গোটা ইডেন। সেই ম্যাচে বড় রান করতে পারননি তিনি। মাত্র ৮ রানে প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে।

তবে ঘরের মাঠে পুরনো দলের বিরুদ্ধে গম্ভীরের সামনে অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জ। দিল্লিকে জয়ের ছন্দে ফেরানোর চ্যালেঞ্জ। এখন দেখার নিজের পুরনো দলের বিরুদ্ধে চেনা গম্ভীরকে দেখা যায় কি না কোটলার মাঠে!

English summary
Today Gautam Gambhir will face his old team Kolkata Knight Riders in Feroz Shah Kotla. Under his captaincy KKR won IPL couple of times.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X