For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসের আবহেই রাজ্য মন্ত্রীর ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন শুরু বিধি মেনেই

করোনা ভাইরাসের আবহেই রাজ্য মন্ত্রীর ক্রিকেট অ্যাকাডেমিতে শুরু অনুশীলন

  • |
Google Oneindia Bengali News

দেশব্যাপী লকডাউন জারি থাকলেও পশ্চিমবঙ্গে শিথিল করা হয়েছে নিয়ম। সেই সুযোগে সব স্বাস্থ্যবিধি মেনেই অনুশীলন শুরু হয়েছে বাংলার প্রাক্তন অধিনায়ক তথা রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমিতে। সামাজিক দূরত্ব বজায় রেখেই ক্রিকেটাররা অনুশীলন করছেন বলে জানানো হয়েছে।

করোনা ভাইরাসের জের

করোনা ভাইরাসের জের

বিশ্বব্যাপী প্রায় ৬৬ লক্ষ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন প্রায় তিন লক্ষ আশি হাজার মানুষ ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় দুই লক্ষ কুড়ি হাজারে পৌঁছে গিয়েছে। মৃত্যু হয়েছে ৬ হাজারেরও বেশি মানুষের।

পশ্চিমবঙ্গের হাল

পশ্চিমবঙ্গের হাল

পশ্চিমবঙ্গে ক্রমেই বাড়ছে করোনা ভাইরাসের দাপট। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে প্রায় চারশো জন মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ১০ জন। সবমিলিয়ে বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ছয় হাজার পেরিয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন প্রায় ৩৪০ জন।

শিথিল লকডাউন

শিথিল লকডাউন

করোনা ভাইরাস পুরোপুরি নিয়ন্ত্রণে না এলেও পশ্চিমবঙ্গে লকডাউনের নিয়ম শিথিল করে দেওয়া হয়েছে। খুলেছে সরকারি দফতর। ধীরে ধীরে সচল করা হচ্ছে যান চলাচলও। সরকারের নির্দেশ মেনে রাস্তায় বেরোচ্ছেন মানুষ।

বাংলা ক্রিকেট অ্যাকাডেমি

বাংলা ক্রিকেট অ্যাকাডেমি

পশ্চিমবঙ্গে লকডাউনের বিধি সরল হতেই নিজের ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন চালু করে দিলেন বাংলার প্রাক্তন অধিনায়ক তথা রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। খুদে ক্রিকেটারদের অভিভাবকদের সঙ্গে আলোচনা করেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে দাবি লক্ষ্মীরতনের।

কীভাবে চলছে অনুশীলন

কীভাবে চলছে অনুশীলন

লক্ষ্মীরতন শুক্লা জানিয়েছেন, আপাতত ১৩ বছরের উর্ধ্বে থাকা ছাত্রদেরই অনুশীলনে ডাকা হয়েছে। মোট তিরিশ জন ক্রিকেটারকে দুটি দলে ভাগ করে অনুশীলন চালু রাখা হয়েছে। আপাতত ব্যাট এবং বল ছাড়াই অনুশীলন চলছে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী। বলেছেন, সমাজিক দূরত্ব সহ সব স্বাস্থ্যবিধি মেনে ফিজিক্যাল ট্রেনিং করানো হচ্ছে। প্রতি ছাত্রের মধ্যে অন্তত ১৫ ফুট দূরত্ব বজায় রাখা হচ্ছে বলেও জানিয়েছেন লক্ষ্মীরতন।

থার্মাল স্ক্রিনিং

থার্মাল স্ক্রিনিং

লক্ষ্মীরতন শুক্লা জানিয়েছেন, ক্রিকেটারদের গণপরিবহণে উঠতে নিষেধ করা হয়েছে। যে সব ছাত্রদের কাছে নিজস্ব সাইকেল, বাইক কিংবা গাড়ি রয়েছে, তাঁদের অভিভাবক সমেত মাঠে আসতে বলেছে বাংলা ক্রিকেট অ্যাকাডেমি। প্রশিক্ষক তথা রাজ্যের ক্রীড়া মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা নিজে থার্মাল স্ক্রিনিং-এর মাধ্যমে ছাত্রদের শরীরের উষ্ণতা পরীক্ষা করছেন।

করোনা ভাইরাসের জেরে ভারতের বাইরে আইপিএল! আইসিসি-র দিকে তাকিয়ে বিসিসিআইকরোনা ভাইরাসের জেরে ভারতের বাইরে আইপিএল! আইসিসি-র দিকে তাকিয়ে বিসিসিআই

English summary
Training start at Laxmi Ratan Shukla's cricket academy amid coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X