For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বদলে গেল ত্রিদেশীয় সিরিজর ক্রীড়াসূচি, একনজরে দেখে নিন কবে কবে হবে ভারতের খেলা

বদলে গেল ত্রিদেশীয় ক্রিকেটের ক্রীড়াসূচি, দেখুন নতুন শিডিউল 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

শ্রীলঙ্কা-ভারত- বাংলাদেশকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজের ক্রীড়াসূচিতে বদল। নব নির্ধারিত ক্রীড়াসূচি অনুযায়ি মার্চের ৬ থেকে ১৮ তারিখ অবধি হবে ম্যাচ।

বদলে গেল ত্রিদেশীয় সিরিজর ক্রীড়াসূচি

শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০ বছর উপলক্ষ্যে আয়োজন করা হচ্ছে এই বিশেষ টুর্নামেন্ট। আরও একবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারত মুখোমুখি হবে শ্রীলঙ্কার।

প্রাথমিকভাবে টুর্নামেন্টটি মার্চের ৮ থেকে ২০ তারিখ অবধি হওয়ার কথা ছিল। কিন্ত সেটাই এখন দু'দিন এগিয়ে এসেছে।
টুর্নামেন্টের নাম হবে নিদহাস ট্রফিষ শুরুরতে তিনটি দলই একে অপরের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। রাউন্ড রবিন পর্বের শেষে সেরা দুটি দল ফাইনালে খেলবে।

বদলে গেল ত্রিদেশীয় সিরিজর ক্রীড়াসূচি


টুর্নামেন্টের প্রতিটা ম্যাচই খেলা হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। ডিসকভারি কমিউনিকেশনের ডি স্পোর্টস চ্যানেল ভারতে ত্রিদেশীয় সিরিজের সম্প্রচার সত্ব পেয়েছে। পরিবর্তিত ক্রীড়াসূচি অনুযায়ি মার্চের ৬ তারিখ শ্রীলঙ্কা বনাম ভারত ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। ৮ তারিখ খেলবে বাংলাদেশ ও ভারত। ১০ তারিখ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বিতীয় দফার ম্যাচ শুরু হবে মার্চের ১২ তারিখ থেকে। দ্বিতীয় দফার প্রথম ম্যাচও সেই ভারত বনাম শ্রীলঙ্কা। তারপর ১৪ তারিখ ভারত বনাম বাংলাদেশ, এবং রাউন্ড রবিনের শেষ ম্যাচ হবে ১৬ তারিখ। সেরা দুটি দল ১৮ তারিখ ফাইনালে খেলবে।
English summary
Tri nation series revised see the new schedule
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X