For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: বিষ্ণোইয়ের স্পিন ভেল্কিতে উড়ে গেল জাপান, ১০ উইকেট ভারতের জয়

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: বিষ্ণোইয়ের স্পিন ভেল্কিতে উড়ে গেল জাপান, ১০ উইকেট ভারতের জয়

  • |
Google Oneindia Bengali News

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে জাপানকে ১০ উইকেটে হারাল ভারত। এদিন টস জিতে ভারত বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। এরপর প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে নামা জাপানকে ৪১ রানে ব্লু-ব্রিগেড অলআউট করে।

জাপান মাত্র ২২.৫ ওভার ক্রিজে টিঁকে থাকতে পারে। জবাবে ৪.৫ ওভারে ৪২ রান তুলে ভারতের অনূর্ধ্ব-১৯ দল ম্যাচ জিতে নেয়। এই নিয়ে টুর্নামেন্টে টানা দুটি ম্যাচ জিতল ভারত। এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত রবিবার ৯০ রানে ম্যাচ জিতেছে। গ্রুপ পর্বে টানা দ্বিতীয় জয়ের ফলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পাকা করলে ভারতীয় দল।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: বিষ্ণুইয়ের আগুনে বোলিং উড়ে গোল জাপান, ১০ উইকেট ভারতের জয়

জাপানের বিরুদ্ধে এদিন রবি বিষ্ণোই দুর্দান্ত বোলিং করলেন। ৮ ওভার হাত ঘুরিয়ে ৫ রান খরচ করে ৪ উইকেট নিয়েছেন। ৫টি মেডেন দেন বিষ্ণোই। একের পর এক গুগলিতে বিষ্ণোই প্রতিপক্ষকে নাজেহাল করে ছাড়ে।

ভারতের হয়ে পেসার কার্তিক তিয়াগি ৬ ওভারে ১০ রান খরচ করে ৩টি উইকেট নিয়েছেন। আকাশ সিং দুটি ও বিদ্যাধর পাতিল ১টি উইকেট নেন। জবাবে কোনও উইকেট না হারিয়ে ভারত সহজেই ম্যাচ জিতে নেয়।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: বিষ্ণোইয়ের স্পিন ভেল্কিতে উড়ে গোল জাপান, ১০ উইকেট ভারতের জয়

২৯ রান করে যশশ্বী অপরাজিত থাকেন। ১৮ বল খেলে যশশ্বী ৫টি চার ও ১টি ছয় হাঁকিয়ে ২৯ রান করেন। অন্যদিকে অপর অপেনার কুমার কুশাগ্র ১১ বলে ১৩ রান করে ম্যাচ জেতান।

লিগে দুটি ম্যাচে খেলে ২টিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এ গ্রুুপে শীর্ষস্থানে রয়েছে ভারত।

English summary
U 19 World Cup 2020: India crush Japan by 10 wickets in 2nd match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X