For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেষ মুহূর্তের গোল, ঘটল নাটকীয় পরিবর্তন! নেদারল্যান্ডসকে পরাজিত করল জার্মানি

উয়েফা ইউরো কাপ ২০২০-র যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নিকো শুলজের শেষ মুহূর্তের গোলে জার্মানি নেদারল্যান্ডসকে ৩-২ গোলে পরাজিত করল।

Google Oneindia Bengali News

গত বিশ্বকাপে একটি দল মূলপর্বে উঠতেই পারেনি, আরেকটি দল গ্রিপ লিগ থেকেই ছিটকে গিয়েছিল। সোমবার ভোরে ইউরো কাপ ২০২০-এর যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল জার্মানি ও নেদারল্যান্ডস। নাটকীয় ম্যাচে একেবারে শেষ মুহূর্তে নিকো শুলজের গোলে ডাচদের ৩-২ ব্যবধানে পরাজিত করল জার্মানরা।

শেষ মুহূর্তের গোল, ঘটল নাটকীয় পরিবর্তন

জার্মান কোচ জোয়াকিম লো, এদিন কোনও স্ট্রাইকার ছাড়াই দল নামিয়েছিলেন। কিন্তু স্ট্রাইকারের অভাব বুঝতে দেননি সার্জ নারবি ও লেরয় সানে। আমস্টারডামের জোহান ক্রুয়েফ এরিনায় প্রথমার্ধেই তাঁরা জার্মানিকে ২-০ গোলে এগিয়ে দিয়েছিলেন।

কিন্তু, দ্বিতীয়ার্ধে অনবদ্য প্রত্যাবর্তনের সাক্ষর রাখে নেদারল্যান্ডস। মেমফিস ডিপে একাই একটি গোল করেন ও আরেকটি গোল করান। ফলে ম্যাচে সমতা ফিরে এসেছিল। কিন্তু জার্মানিকে তিন পয়েন্ট এনে দেন লো-র দুই পরিবর্ত ফুটবলার ইকে গুন্দোগান ও মার্কো রিউস।

গুন্দোগান ও রিউস নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করে ফাঁকা জায়গা তৈরি করে দিয়েছিলেন শুলজ-এর জন্য। তিনিও সুযোগের সদ্ব্যবহার করেন। এই টুর্নামেন্টে বিশ্বকাপের জার্মান দল থেকে বাদ দেওয়া হয়েছে চমাস মুলার, ম্য়াট হুমেলস, জেরম বোয়েতাং-দের। তবে তাঁদের ছাড়াই জার্মানির নতুন প্রজন্ম সোনা ফলাচ্ছে মাঠে।

English summary
Germany beats Netherlands in UEFA Euro Cup 2020 Qualifiers by 3-2 with the help of Nico Schulz last-minute winner. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X