For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাড়া জাগিয়েও ইংল্যান্ড বিশ্বকাপে হতাশ করেছেন যাঁরা


 ২০১৯ বিশ্বকাপে ভেঙেছে অনেকগুলি রেকর্ড। বেশ কয়েকজন নতুন খেলোয়াড় যেমন উঠেছেন, তেমনই এমন অনেক খেলোয়াড়ও রয়েছেন, যাঁরা সাড়া জাগিয়েও সেভাবে খেলতে পারেন। সেই ক্রিকেটারদের একটি একাদশ প্রকাশ করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

২০১৯ বিশ্বকাপে ভেঙেছে অনেকগুলি রেকর্ড। বেশ কয়েকজন নতুন খেলোয়াড় যেমন উঠেছেন, তেমনই এমন অনেক খেলোয়াড়ও রয়েছেন, যাঁরা সাড়া জাগিয়েও সেভাবে খেলতে পারেন। সেই ক্রিকেটারদের একটি একাদশ প্রকাশ করা হয়েছে। কারা জায়গা পেলেন তাতে, এক নজরে দেখে নিন।

-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
ওপেনে মার্টিন গাপটিল ও ফাকার জামান

ওপেনে মার্টিন গাপটিল ও ফাকার জামান

একটি ডবল সেঞ্চুরি সহ ২০১৫ বিশ্বকাপের সর্বাধিক রান সংগ্রাহক নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল এবার ১০ ম্যাচে মাত্র ১৮৬ রান করেছেন।

অন্যদিকে ২০১৭-র চ্যাম্পিয়ন্স ট্রফিতে নায়ক হয়ে ওঠা পাকিস্তানের ফাকার জামান ইংল্যান্ড বিশ্বকাপে মাত্র ১৮৬ রান সংগ্রহ করতে পেরেছেন।

মিডল অর্ডারে মালিক, মিলার, সরফরাজ

মিডল অর্ডারে মালিক, মিলার, সরফরাজ

কিছু দিন আগেই ক্রিকেট থেকে অবসর নেওয়া পাকিস্তানের শোয়েব মালিক ইংল্যান্ড বিশ্বকাপের তিন ম্যাচে মাত্র ৮ রান করেছেন।

২০১৯ বিশ্বকাপের ৮ ম্যাচে ১৪৩ রান করা শোয়েব মালিকেরই জাতীয় দলের সদস্য তথা পাক অধিনায়ক সরফরাজ আহমেদকে এই একাদশেরও নেতা বাছা হয়েছে।

২০১৫ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার জার্সিতে সাড়া জাগানো ডেভিড মিলারকে এবার বেশ নিস্প্রিহ দেখিয়েছে। ইংল্যান্ড বিশ্বকাপের ছয় ম্যাচে ১৩৬ রান করেছেন এই বাঁ-হাতি।

অল-রাউন্ডার

অল-রাউন্ডার

টি-টোয়েন্টি ফর্ম্যাটে দাপট দেখানো অস্ট্রেলিয়ার মার্কোস স্টোইনিস সদ্য শেষ হওয়া বিশ্বকাপের ৮ ম্যাচে মাত্র ৮৩ রান বানিয়েছেন। নিয়েছেন ৭টি উইকেট।

স্টোইনিসের সতীর্থ অভিজ্ঞ গ্লেন ম্যাক্সওয়েলের ধামাকাদার ব্যাটিং এই বিশ্বকাপে চোখে পড়েনি। ১০ ম্যাচে মাত্র ১৭৭ রান করেছেন এই ডান হাতি। বল হাতেও ব্যর্থ অজি তারকা।

স্পিনার

স্পিনার

চূড়ান্ত সাড়া জাগিয়ে বিশ্বকাপ খেলতে আসা আফগানিস্তানের মিস্ট্রি স্পিনার রশিদ খান ৯ ম্যাচে ৭ উইকেটের বেশি সংগ্রহ করতে পারেননি। উল্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ৯ ওভারে ১১০ রান দিয়ে নতুন রেকর্ডের মালিকও হয়েছেন রশিদ।

ভারতের চায়নাম্যান কুলদীপ যাদব ক্রিকেট প্রেমীদের খুশি করতে পারেননি। ৭ ম্যাচে মাত্র ৬ উইকেট নিয়েছেন তিনি।

ফাস্ট বোলার

ফাস্ট বোলার

আইপিএলে ১২ ম্যাচে ২৫ উইকেট নেওয়া দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা ইংল্যান্ড বিশ্বকাপে সুপার ফ্লপ হয়েছেন। মাত্র ১১ উইকেট নিয়েই খুশি থাকতে হয়েছে তাঁকে।

২০১৭-র চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাড়া জাগানো পাকিস্তানের ডান হাতি পেসার হাসান আলি বিশ্বকাপের ৪ ম্যাচে ২ উইকেট নিয়েছেন।

English summary
Underperforming XI of World Cup 2019, see who is in
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X