For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ রশিদ খান একাই শেষ করে দিতে পারেন চেন্নাইকে, জেনে নিন তাঁর সম্পর্কে কিছু অজানা কথা

আফগানিস্তান থেকে উঠে এসে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে শুধু নিজের অস্তিত্ব জানান দেওয়াই নয়, বিশ্ব ক্রিকেটকে নিজের স্পিনের জাদুতে রীতিমতো শাসন করছেন বিস্ময় স্পিনার রশিদ খান।

  • |
Google Oneindia Bengali News

যুদ্ধ ও সন্ত্রাস বিধ্বস্ত আফগানিস্তানের রুক্ষ জালালাবাদ প্রদেশ থেকে উঠে এসে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে শুধু নিজের অস্তিত্ব জানান দেওয়াই নয়, বিশ্ব ক্রিকেটকে নিজের স্পিনের জাদুতে রীতিমতো শাসন করছেন বিস্ময় স্পিনার রশিদ খান। আফগানিস্তানের নাম বিশ্বের মঞ্চে তাবড় খেলোয়াড়দের মুখে এনে দিয়েছেন রশিদই। সহযোগী দেশ থেকে এমন প্রতিভা বিশ্ব ক্রি্কেটের মঞ্চে আর উঠে আসেনি। রশিদ প্রতি মুহূর্তে বুঝিয়ে দিচ্ছেন যে তিনি বিশ্ব ক্রিকেটকে শাসন করতে এসেছেন। তাঁর সম্পর্কে অজানা নানা তথ্য জেনে নিন একনজরে।

জালালাবাদে জন্ম

জালালাবাদে জন্ম

আফগানিস্তানের পূর্ব প্রদেশের শহর জালালাবাদে জন্ম ও বেড় ওঠা রশিদের। এই জালালাবাদ থেকেই অনেক আফগান ক্রিকেটার উঠে এসে দেশের প্রতিনিধিত্ব করেছেন। রশিদ তাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র।

রশিদের পরিবার

রশিদের পরিবার

রশিদরা দশ ভাইবোন। রশিদকে নিয়ে ছয় ভাই ও চার বোন। সবার মধ্যে রশিদ ষষ্ঠ সন্তান। ছোট থেকেই দাদারা রশিদের সঙ্গে ক্রিকেট খেলতেন। তিনি পেরে না ওঠার লড়াই করতে চাইতেন। প্রতিযোগিতামূলক মনোভাব তখন থেকেই রশিদের মধ্যে গড়ে উঠেছে।

রশিদের আইডল আফ্রিদি

রশিদের আইডল আফ্রিদি

আফগানিস্তানের হলে জীবনের কিছুটা সময় রশিদ পাকিস্তানে কাটিয়েছেন। রশিদের পছন্দের ক্রিকেটার শাহিদ আফ্রিদি। দুজনেই পাখতুন প্রদেশের মানুষ। রশিদের জালালাবাদ সীমান্তের নানগড়হ এলাকার কাছাকাছিই আফ্রিদির পুরনো বাড়ি ছিল।

আফগানিস্তানের হয়ে আইপিএল প্রথম খেলা ক্রিকেটার

আফগানিস্তানের হয়ে আইপিএল প্রথম খেলা ক্রিকেটার

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথম খেলতে নামেন রশিদ খান। ৪ কোটি টাকায় তাঁকে কিনে নেয় হায়দরাবাদ। প্রথম আফগান ক্রিকেটার হিসাবে আইপিএল খেলেন রশিদ খান। পরে মহম্মদ নবিও হায়দরাবাদের হয়েই আইপিএল খেলেছেন।

সবচেয়ে কমবয়সে জাতীয় দলের হয়ে খেলা

সবচেয়ে কমবয়সে জাতীয় দলের হয়ে খেলা

মাত্র ১৭ বছর ৩৬ দিন বয়সে রশিদ খান আফগানিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামেন। প্রথমে টি২০ ও পরে একদিনের ক্রিকেটেও কয়েকদিনের মধ্যে তাঁর অভিষেক হয়।

সাতটি টি২০ লিগে খেলা

সাতটি টি২০ লিগে খেলা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, আফগানিস্তান স্পাগিজা ক্রিকেট লিগ, বিগ ব্যাশ লিগ, পাকিস্তান সুপার লিগ ও ইংল্যান্ডে সাসেক্স শার্কসের হয়ে টি২০ খেলেছেন তিনি।

English summary
Unknown facts about Afghanistan spinner Rashid Khan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X