For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ রাঠোর, বোলিং ও ফিল্ডিং বিভাগে অরুণ-শ্রীধরের চাকরি বহাল

প্রত্যাশামতোই সঞ্জয় বাঙ্গারের পরিবর্তে টিম ইন্ডিয়ার নতুন ব্যাটিং কোচ হতে চলেছেন বিক্রম রাঠোর। অন্যদিকে ভারতের বোলিং ও ফিল্ডিং কোচের পদে যথাক্রমে ভরত অরুণ ও আর শ্রীধরকে বহাল রাখা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

প্রত্যাশামতোই সঞ্জয় বাঙ্গারের পরিবর্তে টিম ইন্ডিয়ার নতুন ব্যাটিং কোচ হতে চলেছেন বিক্রম রাঠোর। অন্যদিকে ভারতের বোলিং ও ফিল্ডিং কোচের পদে যথাক্রমে ভরত অরুণ ও আর শ্রীধরকে বহাল রাখা হয়েছে। বৃহস্পতিবারের বৈঠকে তাঁদের নাম ঠিক করেছে বিসিসিআই-র নির্বাচন কমিটি।

কেন নন বাঙ্গার

কেন নন বাঙ্গার

বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের ব্যাটিং ব্যর্থতার দায় সঞ্জয় বাঙ্গারের ঘাড়ে চাপানো হয়েছে। সেমিফাইনালে ভারতের ব্যাটিং অর্ডার কেন ওভাবে পরিবর্তন করা হল, তার কোনও নির্ভর যোগ্য জবাব দিতে পারেননি প্রাক্তন ভারতীয় অল রাউন্ডার।

কেন বিক্রম রাঠোর

কেন বিক্রম রাঠোর

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার বিক্রম রাঠোর টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন। এর আগে ভাইজাক ভিক্টরের হয়ে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে জলন্ধরের এই ৫০ বছরের প্রাক্তন ক্রিকেটারের। ২০১৬ পর্যন্ত বিসিসিআই-র সিনিয়র সিলেকশন কমিটিতেও ছিলেন রাঠোর। অভিজ্ঞতার বলেই তিনি শেষ পর্যন্ত বাজিমাত করেন।

অরুণে ভরসা

অরুণে ভরসা

ভরত অরুণের কোচিং-এ বিশ্বকাপে জসপ্রীত বুমরা, মহম্মদ শামিদের পারফরম্যান্স ভারতীয় ক্রিকেট বোর্ডের মনে ধরেছে। তাই তিনি টিম ইন্ডিয়ার বোলিং কোচ পদে অরুণকে আরও একবার রাখার ব্যাপারে একমত হয়েছে নির্বাচন কমিটি।

 শ্রীধরই সেরা

শ্রীধরই সেরা

সন্দেহ নেই যে আর শ্রীধরের কোচিংয়ে গত পাঁচ বছরে ভারতীয় ক্রিকেট দল ফিল্ডিং বিভাগে অনেক উন্নতি করেছে। তাঁর হাত ধরেই বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, কেএল রাহুলদের আউট ফিল্ড মুভমেন্ট আগের থেকে আরও বেশি তুখর হয়েছে বলে ক্রিকেট বিশেষজ্ঞদের মত। ফিল্ডিং প্র্যাকটিসের নতুন নতুন টেকনিকও আবিষ্কার করেছেন শ্রীধর। ভারত ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে গেলেও টুর্নামেন্টে নীল জার্সিধারীদের ফিল্ডিং পারফরম্যান্স ক্রিকেট বিশ্বের প্রশংসা কুড়িয়েছে।

শুধু অপেক্ষা

শুধু অপেক্ষা

টিম ইন্ডিয়ার সহকারি কোচদের নাম ঠিক করে, তা সুপ্রিম কোর্ট মনোনিত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরের কাছে পাঠিয়েছে নির্বাচন কমিটি। বিক্রম রাঠোর, ভরত অরুণ ও আর শ্রীধর কোনও ভাবে স্বার্থের সংঘাতে জড়িত কিনা দেখার পরেই এব্যাপারে চূড়ান্ত ঘোষণা করা হবে।

English summary
Vikram Rathor selected batting coach of Team India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X