For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোহিতের সঙ্গে খেলরত্নের লড়াইয়ে এবার কুস্তি থেকে ভীনেশ ফোগাট

রোহিতের সঙ্গে খেলরত্নের লড়াইয়ে এবার কুস্তি থেকে ভীনেশ ফোগাট

  • |
Google Oneindia Bengali News

এবছর 'রাজীব গান্ধী খেলরত্ন' পুরস্কারের জন্য ভিনেশ ফোগাটের নাম প্রস্তাব করল ভারতের কুস্তি ফেডারেশন। ভারতীয় মহিলা কুস্তিতে লাগাতার দেশকে গর্বিত করে চলেছেন ফোগাট। হরিয়ানার সোনার মেয়ের কুস্তি কেরিয়ারে ঈর্ষণীয় সাফল্যের জন্যে তাঁর নাম কুস্তি ফেডারেশন খেলরত্নের জন্য পাঠাল।

ক্রিকেট থেকে কার নাম পাঠানো হয়েছে

ক্রিকেট থেকে কার নাম পাঠানো হয়েছে

এর আগে 'রাজীব গান্ধী খেলরত্ন' - পুরস্কারের জন্য ক্রিকেট থেকে রোহিত শর্মার নাম বিসিসিআই প্রস্তাব করেছে।

এর আগেও খেলরত্নের জন্য ভিনেশের নাম পাঠানো হয়েছিল

এর আগেও খেলরত্নের জন্য ভিনেশের নাম পাঠানো হয়েছিল

২০১৬ সালে ভিনেশ অর্জুন পুরস্কারে ভূষিত করা হয়। সেবছরই তাঁকে খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল। সেবার যদিও ভিনেশের সিনিয়র পুরুষ কুস্তিগীর বজরং পুনিয়া এবং প্যারা অলিম্পিকে পদকজয়ী দীপা মালিক এই সম্মানে ভূষিত হন।

কুস্তির ম্যাটে ভিনেশের ঈর্ষণীয় সাফল্য

কুস্তির ম্যাটে ভিনেশের ঈর্ষণীয় সাফল্য

২০১৮ সালে প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে এশিয়াডেও সোনা জেতেন ভিনেশ। এছাড়া ২০১৪ ও ২০১৮ কমনওয়েলথ গেমেসেও ভিনেশ সোনা জিতেছেন। ২০১৯ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছেন ভিনেশ।

২০২০ সালে ভারতের হয়ে পদক জেতার দাবীদার ভিনেশ

২০২০ সালে ভারতের হয়ে পদক জেতার দাবীদার ভিনেশ

টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন ভিনেশ। করোনার কারণে অলম্পিক পিছিয়ে ২০২১ সালে হবে। লক্ষ্য দূরে থাকলেও এখন থেকে টোকিও অলিম্পিককে পাখির চোখ করে দেখেছেন ভিনেশ।

অর্জুনের জন্য কুস্তি থেকে পাঠানো নাম

অর্জুনের জন্য কুস্তি থেকে পাঠানো নাম

অন্যদিকে অর্জুন পুরস্কারের জন্যে কুস্তি থেকে দীপক পুনিয়া, সাক্ষী মালিকদের নাম অর্জুন পুরস্কারের জন্য প্রস্তাব করা হয়েছে।

কীভাবে স্ত্রী হ্যাজেল কেচের মন জয় করেছিলেন যুবরাজ সিং, জেনে নিনকীভাবে স্ত্রী হ্যাজেল কেচের মন জয় করেছিলেন যুবরাজ সিং, জেনে নিন

English summary
Vinesh Phogat Nominated For Khel Ratna,Deepak Punia-Sakshi Malik for Arjuna Award
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X