For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বোর্ডের প্রেসিডেন্ট পদের জন্য এই মুহূর্তে সৌরভের চেয়ে যোগ্য ব্যক্তি আর নেই'

বোর্ডের মসনদে সৌরভ গঙ্গোপাধ্য়ায়। বুধবার, ভারতীয় বোর্ডের সিংহাসনে বসলেন দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ।

  • |
Google Oneindia Bengali News

বোর্ডের মসনদে সৌরভ গঙ্গোপাধ্য়ায়। বুধবার, ভারতীয় বোর্ডের সিংহাসনে বসলেন দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ। এদিন সৌরভ বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পর প্রাক্তন সিওএ প্রধান বিনোদ রাই মহারাজের প্রশংসায় বলেন, 'বোর্ডের প্রেসিডেন্ট পদের জন্য এই মুহূর্তে সৌরভের চেয়ে যোগ্য ব্যক্তি আর নেই। বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে ওর সাফল্য কামনা করি।'

বোর্ডের প্রেসিডেন্ট পদের জন্য এই মুহূর্তে সৌরভের চেয়ে যোগ্য ব্যক্তি আর নেই

প্রাক্তন সিওএ প্রধান বিনোদ রাই আরও বলেছেন, 'ব্যক্তিগত ভাবে আমি বরাবরই সৌরভের লিডারশিপের ভক্ত। সাম্প্রতিক সময়ে প্রশাসক হিসেবেও সৌরভ দারুণ সফল। সিএবি'র প্রশাসক হিসেবে সৌরভের সাফল্য রয়েছে। বোর্ডের ডামাডোল পরিস্থিতি সামলানোর মতো এই মুহূর্তে সৌরভের চেয়ে আর কোনও বিকল্প নাম নেই।'

প্রসঙ্গত ১৯ বছর আগে অনেকটা এমন পরিস্থিতিতেই ভারতীয় ক্রিকেটের হাল ধরেছিলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। ভারতীয় ক্রিকেট তখন গড়াপেটার কালো ছাঁয়ায় তখন জর্জড়িত। সেই কঠিন পরিস্থিতিতে অধিনায়কের দায়িত্ব নিতে নারাজ ছিলেন সচিন তেন্ডুলকর। সেই পরিস্থিতিতেই অধিনায়কত্বের ব্যাটন তুলে দেওয়া হয়েছিল সৌরভের কাঁধে। সেসময় অধিনায়ক হিসেবে দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন সৌরভ। এবারও একই রকম পরিস্থিতিতে দেশের ক্রিকেট সংস্থার অন্দরের অচলাবস্থার মাঝে দায়িত্ব নিলেন সৌরভ। সামনের ১০ মাস ড্যামেজ কন্ট্রোলের সুযোগ পাবেন মহারাজ। প্রেসিডেন্ট হিসেবে দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ দিয়ে কাজ শুরু করবেন তিনি। ফোকাসে থাকবে ২০২০ সালে, অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ।

English summary
Vinod Rai says No better person than Sourav Ganguly to lead BCCI
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X